ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আমাকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে

প্রকাশিত: ০১:৫৯, ২০ জানুয়ারি ২০২২

আমাকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে

২৮ জানুয়ারি অভিনয় শিল্পী সংঘের নির্বাচনের পাশাপাশি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনও হচ্ছে। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কি অংশগ্রহণ করবেন? টিভি নাটকের বাইরে চলচ্চিত্রের শিল্পী হিসিবেও আমার পরিচিতি আছে। চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি। কিন্তু এরপরেও আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য নই। অবশ্য আমার কারণেই আমি সদস্য হতে পারিনি। শিল্পী সমিতি থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমি তাদের সদস্য হওয়ার জন্য সময় বের করতে পারিনি। অভিনয় শিল্পী সংঘের গেল দুই বছরের কার্যক্রম নিয়ে আপনার মন্তব্য কি? গেল দুই বছর আমাদের করোনার মধ্য দিয়ে যাচ্ছে। এরমধ্যেও বর্তমান কমিটি একনিষ্ঠভাবে কাজ করছে বলেই মনে করি। প্রায় ২৫ জন শিল্পীকে প্রতি মাসে বাজারের ব্যবস্থা করছে এ কমিটি। করোনার প্রকাপ যখন খুব বেশি ছিল তখন অনেক শিল্পীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। জনপ্রিয় অনেক শিল্পীও গেল দুই বছরে বেশ কিছু সমস্যায় পড়েছে। সংগঠনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো হয়েছে। চলতি সময়ের শীর্ষ শিল্পীরা কেন নির্বাচনে প্রার্থী হয়নি মনে করেন? আমি মনে করি তাদের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত ছিল। তাহলে নির্বাচনের পরিবেশটাও অন্যরকম হতো। কিন্তু তারা নানা কাজের ব্যস্ততার অজুহাতে নির্বাচনের প্রার্থী হওয়া থেকে দূরে থাকে। এছাড়া আমাদের এখানে একটা বিষয় দেখা যায়, ভোটের সময় তারকাদের ঠেকানো। তারকাদের কেউ যেন নির্বাচনে অংশ না নিতে পারে সে ব্যবস্থা করা হয়। আমাদের শিল্পীদের অনেকে থিয়েটার থেকে এসেছেন। এ নির্বাচনের সময় থিয়েটার থেকে আসা শিল্পী ও অন্যদের মধ্যেও বিভাজন দেখা যায়। অনেকে বলেন আপনি দেশে নিয়মিত থাকেন না। এরপরেও কেন নির্বাচনে অংশ নিচ্ছেন? গেল ছয় মাস আমাকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। আমার চারপাশের মানুষদের কেউ কেউ এটি করছেন। সত্যি বলতে আমাদের দেশের ছোট-বড় প্রায় সব শিল্পীই বছরের একটা সময় দেশের বাইরে বেড়াতে যান। আমিও যুক্তরাষ্ট্রে আসা-যাওয়ার মধ্যে আছি। যখন আমি স্থায়ীভাবে সেখানে থাকব সেটা সবাইকে বলেই যাব। এখানে লুকোচুরির কিছু নেই। আমার ক্যারিয়ারে কেউ বলতে পারবে না আমি গোপনে কিছু করেছি। এছাড়া ইচ্ছে থাকলে পৃথিবীর যে কোন জায়গা থেকেই কাজ করা যায়। আপনার সঙ্গে যারা প্রতিযোগিতা করছে তাদের নিয়ে কি বলবেন? অবশ্যই তারা প্রত্যেকে যোগ্য ব্যক্তি। তারা আমারও পছন্দের মানুষ। কিন্তু নির্বাচনে অনেকে অংশ নেয়ার অধিকার রাখেন। এখন শিল্পীরা যাকে বেশি যোগ্য মনে করবেন তাকেই নির্বাচিত করবেন। এ সময়ের শিল্পীদের নিয়ে নানা রকম সমালোচনা শোনা যায়। তাদের জন্য আপনার পরামর্শ কি? নতুন প্রজন্মের মধ্যে সহজে তারকা হওয়ার প্রবণতা বেশি দেখা যায়। সত্যি বলতে এভাবে তারকা হয়ে বেশি দিন টিকে থাকা যায় না। কাজের মধ্য দিয়ে যে তারকা হবে সেই লম্বা সময় দর্শকের মনে থাকবে। নির্বাচনের বাইরে আপনার ব্যস্ততা কি নিয়ে? চলতি মাসে কোন শূটিং রাখিনি। নির্বাচনী কাজেই ব্যস্ত আছি। এছাড়া আমার উপস্থাপনায় জিটিভিতে ‘আজকের অনন্যা’ অনুষ্ঠানটি প্রচার হচ্ছে। নির্বাচনের পরেই আবার সব কাজ শুরু করব।
×