ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

শেরপুরে ১৭ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১৮:২৯, ১৯ জানুয়ারি ২০২২

শেরপুরে ১৭ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে সিলিং ফ্যানের ভেতরে অভিনব কায়দায় হেরোইন বহনকালে ১৭ গ্রাম হেরোইনসহ ফজলুল হক (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে শহরের খোয়ারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফজলুল হক শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা গ্রামের মৃত সাজ্জাদ হোসেনের ছেলে। বুধবার দুপুরে মাদক আইনের মামলাসহ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। জানা যায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ডিবির এসআই আজিজুল হাসান, এএসআই মাহবুব আলম, এএসআই সাইফুল ইসলাম, এএসআই হুমায়ুন কবিরসহ ডিবি পুলিশের একটি দল শেরপুর শহরের খোয়ারপাড় এলাকায় অভিযান চালায়। ওইসময় জান্নাত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে শেরপুর-ঝিনাইগাতী সড়কে সিলিং ফ্যানের বডির ভেতরে অভিনব কায়দায় সাদা পলিথিন কাগজে মোড়ানো অবস্থায় ১৭ গ্রাম হেরোইনসহ ফজলুল হককে গ্রেফতার করে ডিবি পুলিশ। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা। এ ব্যাপারে জেলা ডিবির পরিদর্শক মো. রেজাউল করিম বলেন, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরীর দিক-নির্দেশনায় নিয়মিত অবৈধ মাদক উদ্ধার ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে ১৭ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনার তার বিরুদ্ধে সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শেরপুরকে মাদকমুক্ত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।
×