ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে বাংলাদেশ

প্রকাশিত: ২১:৩৭, ৪ ডিসেম্বর ২০২১

এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসের খেলা বাহরাইনের মানামায় শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। এই আসরের ব্যাডমিন্টন ডিসিপ্লিনে খেলছে বাংলাদেশ। নারায়ণগঞ্জের ইয়ামিন হোসেন ও বাগেরহাটের শর্মী মজুমদার খেলছেন পুরুষ ও নারী একক এবং মিশ্র দ্বৈতে। এশিয়ার ৪৪ দেশের মধ্যে ৩১ দেশ খেলছে নয়টি ইভেন্টে। এগুলো হলো ; বুচিয়া, পাওয়ার লিফটিং, প্যারা টেবিল টেনিস, প্যারা ব্যাডমিন্টন, প্যারা সুইমিং, গৌলবল, প্যারা তায়কোয়ান্দো, হুইল চেয়ার বাস্কেটবল ও প্যারা এ্যাথলেটিকক্স। দলের সঙ্গে কোচ হিসেবে গেছেন সাবেক জাতীয় চ্যাম্পিয়ন শাটলার এনায়েত উল্লাহ খান। খলিফা স্পোর্টস সিটির স্টেডিয়ামে লাল সবুজের পতাকা হাতে মার্চপাস্টে অংশ নিয়েছেন এই তিন ক্রীড়াবিদ।
×