ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বারি ও মটস্ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশিত: ২১:৩২, ১৬ নভেম্বর ২০২১

বারি ও মটস্ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কশপ এন্ড ট্রেনিং স্কুল (মটস্ বা MAWTS)) এর মধ্যে মঙ্গলবার এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হয়েছে। ইনস্টিটিউটের সেমিনার কক্ষে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এর উপস্থিতিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর পক্ষে পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. মুহাম্মদ সামসুল আলম এবং মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কশপ এন্ড ট্রেনিং স্কুল (MAWTS) এর পক্ষে পরিচালক মি. ডমিনিক দিলু পিরিছ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বারি’র এফএমপিই বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আইয়ুব হোসেন, প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশরাফ উদ্দিন আহমেদ, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইমরান খান চৌধুরী, MAWTS এর সিনিয়র ম্যানেজার (প্রডাকশন এন্ড মার্কেটিং) মি. মার্টিন রোনাল্ড প্রামাণিক, বারি’র এফএমপিই বিভাগ ও প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের বিজ্ঞানীবৃন্দসহ অন্যান্য ঊর্ধ্বতন বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন। ওই সমঝোতা স্মারকের আওতায় বারি’র এফএমপিই বিভাগ কর্তৃক ইতোমধ্যে উদ্ভাবিত প্রায় ৫০টির মতো বিভিন্ন প্রকার কৃষি যন্ত্রপাতি যা মাঠ পর্যায়ে বিশেষভাবে সমাদৃত হচ্ছে সেগুলো কৃষক পর্যায়ে দ্রুত সম্প্রসারণে এই প্রতিষ্ঠান একত্রে কাজ করবে। পাশাপাশি MAWTS এর সামগ্রিক সক্ষমতা বিবেচনায় বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতিসমূহ উৎপাদন ও বাজারজাতকরণে বিশেষ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। MAWTS কর্তৃক প্রস্তুতকৃত কৃষি যন্ত্রপাতির মধ্যে উল্লেখযোগ্য হলো পাওয়ার থ্রেসার, পাওয়ার টিলার, লো-লিফ্ট পাম্প, উইডার ইত্যাদি উল্লেখযোগ্য।
×