ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

বন্দরে দিনরাত সমানে প্রচার

প্রকাশিত: ২১:৫৭, ২৮ এপ্রিল ২০২৪

বন্দরে দিনরাত সমানে প্রচার

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য রাখছেন সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ বন্দর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রার্থীরা দিনরাত প্রচার চালাচ্ছেন প্রচ- গরম উপেক্ষা করে প্রার্থীরা নিজে তাদের পক্ষে আত্মীয়-স্বজন তাদের সমর্থকরা এলাকায় এলাকায় গিয়ে গণসংযোগ, উঠান বৈঠক পথসভায় মিলিত হচ্ছেন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাতীয় পার্টির নেতা মাকসুদ হোসেনকে আচরণবিধি ভঙ্গের অভিযোগে শোকজ করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা

জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে চার চেয়ারম্যান প্রার্থী রয়েছেন তারা দিনরাত প্রচার চালাচ্ছেন তাদের পক্ষে আত্মীয়-স্বজন তাদের সমর্থকরাও বিভিন্ন স্থানে গিয়ে নানাভাবে প্রচারণা চালাচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম রশিদের নির্বাচনী একটি উঠান বৈঠক শনিবার রাতে পুরান বন্দর চৌধুরীবাড়ি নং ওয়ার্ড এলাকায় জনতা ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়েছে এতে বন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী এম রশিদ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা এদিকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাতীয় পার্টির নেতা মাকসুদ হোসেনকে আচরণবিধি ভঙ্গের অভিযোগে শোকজ করেছেন জেলা রিটার্নিং অফিসার কাজী ইস্তাফিজুল হক আকন্দ তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাকে শোকজ করা হয়েছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশনা দেওয়া হয়েছে অন্যথায় আচরণবিধি ভঙ্গের দায়ে নির্বাচন কমিশন বরাবর প্রার্থিতা বাতিলের চিঠি দেওয়া হবে শোকজ নোটিসে প্রার্থী মাকসুদ হোসেনকে বলা হয়, আপনি আপনার নির্বাচনী এলাকার অলিগলিতে শত শত পোস্টার অবৈধভাবে বিভিন্ন দেওয়ালে সাঁটিয়েছেন ছাড়া অনুমতি ব্যতীত অবৈধভাবে নির্বাচনী ক্যাম্প স্থাপন করেছেন যা আচরণবিধি লঙ্ঘন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম রশিদ (দোয়াত কলম), নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল (চিংড়ি মাছ), জেলা জাতীয় পার্টির নেতা মাকসুদ হোসেন (আনারস) তার ছেলে মাহমুদুল হাসান (হেলিকপ্টার) প্রতিদ্বন্দ্বিতা করছেন

সোনারগাঁয়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ থেকে জানান, প্রচন্ড তাপপ্রবাহ উপেক্ষা করে সোনারগাঁ উপজেলা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকরা প্রচার চালিয়ে যাচ্ছেন জনসভা উঠান বৈঠকের পাশাপাশি গ্রাম-পাড়া মহল্লায় প্রচারে ব্যস্ত সময় পার করছেন স্থাপন করছেন প্রার্থীদের নির্বাচনী ক্যাম্প ভোটারদের দিচ্ছেন প্রার্থীরা নানা ধরনের প্রতিশ্রুতি

জানা যায়, দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণার পর সোনারগাঁ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন (বাবু ওমর) প্রার্থীদের মধ্যে মাহফুজুর রহমান কালামকে সমর্থন জানিয়ে নির্বাচনী সভা করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু তার কর্মী-সমর্থকরা এদিকে ভাইস চেয়ারম্যান পদে আবুল ফয়েজ শিপন, এম জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া, মাছুম চৌধুরী আজিজুল ইসলাম মুকুল মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা পারভীন, মাহমুদা আক্তার, হেলেনা আক্তার শ্যামলী চৌধুরী নির্বাচনী মাঠে প্রচার চালিয়ে যাচ্ছেন

পটিয়ায় মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা পটিয়া, চট্টগ্রাম থেকে জানান, পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন রবিবার দুপুরে  পটিয়ার একটি অভিজাত রেস্তোরাঁয় মতবিনিময় করেন সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দিন, পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, পটিয়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নাজমুল সাকের সিদ্দিকী চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম দিদার বলেন, তার পিতা বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ লোক মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি কোনোদিন অপরাধ কর্মকা- জড়িত ছিলেন না এবং এর সুবিধাও নেননি দীর্ঘদিন তিনি রাজনীতির পাশাপাশি এমএ খালেক ফাউন্ডেশনের (চাচা খালেক) অর্থায়নে পটিয়াতে মানবিক কাজ করে চলেছেন আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে তিনি নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি নির্বাচিত হলে পটিয়ার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরীর সঙ্গে সমন্বয় করে পটিয়াতে কাজ করবেন

গোপালপুরে প্রার্থীর মৃত্যুনির্বাচন স্থগিত

নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে প্রথম ধাপে আগামী ( মে) অনুষ্ঠিতব্য গোপালপুর উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মরিয়ম আক্তার মুক্তা গত শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-) আতিয়ার রহমান স্বাক্ষরিত জেলা সিনিয়র নির্বাচন অফিসার বরাবর এক চিঠিতে নির্বাচন স্থগিত করা হয় ভোট গ্রহণের পরবর্তী তারিখ আগামী ( জুন) নির্ধারণ করা হয়েছে ওই চিঠিতে বলা হয়েছে, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে না মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা বৈধ প্রার্থী তাদেরও নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে না মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা নির্বাচন করতে আগ্রহী শুধু তারাই মনোনয়নপত্র জমা দিতে পারবেন

বরিশালে পথসভা

স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, সদর উপজেলা নির্বাচনে মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন তার নির্বাচনী পথসভায় বলেছেন, এবারের নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারবেন আপনারা কারও কথায় বা প্রলোভনে পড়বেন না আপনারা নিজে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেবেন বিগত দিনের ভোট এবং এবারের ভোট পুরোটা ভিন্ন এবারের নির্বাচনে কোনো প্রার্থী পেশীশক্তি প্রয়োগ করতে পারবে না রবিবার দুপুরে চরকাউয়া ইউনিয়নের চরকরমজি এলাকায় অনুষ্ঠিত পথসভায় তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে সরকার নির্বাচন কমিশনের পক্ষ থেকেও ব্যাপক জোরালো ভূমিকা রয়েছে বরিশালের মানুষও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায় একইদিন সদর উপজেলার কাশিপুর এলাকার পথসভায় তালা মার্কার ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন বলেছেন, নির্বাচনের পূর্বে এক কথা, আর নির্বাচনের পরে ভিন্ন রূপ ধারণ করার ব্যক্তি আমি নই আমি যখন যেটা বলি, খুব হিসাব করে বলি এবং যেটা বলি সেটা বাস্তবায়ন করার চেষ্টা করি

হালুয়াঘাটে প্রচার চালাচ্ছেন বিএনপির প্রার্থী

নিজস্ব সংবাদদাতা হালুয়াঘাট, ময়মনসিংহ থেকে জানানহালুয়াঘাট উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনী প্রচার চালাচ্ছেন বিএনপির প্রার্থী নিয়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া প্রথম ধাপে হালুয়াঘাট উপজেলা নির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে বিএনপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত শোকজ লেটার পাঠানো হলেও নির্বাচন বর্জন করেননি কোনো প্রার্থী শোকজ প্রাপ্তরা হলেন চেয়ারম্যান প্রার্থী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল হামিদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আবুল হাসনাত তারেক ভাইস চেয়ারম্যান প্রার্থী ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সহ-সভাপতি মনোয়ারা বেগম ময়না, সহ-কুটির শিল্প বিষয়ক সম্পাদক সুমি বেগম এবং সাবেক ছাত্রদল নেতা এবিএম কাজল সরকার বিষয়ে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হামিদ বলেন, বিগত পৌরসভা নির্বাচনের পূর্বেই আমি দল ত্যাগ করেছি

গাইবান্ধায় প্রার্থীদের সঙ্গে মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা থেকে জানান, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু করার লক্ষ্যে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা রবিবার সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা মতবিনিময় সভায় প্রথম, দ্বিতীয় তৃতীয় ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধা জেলার সাতটি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ভাইস চেয়ারম্যান (মহিলা) পদের প্রার্থীরা অংশ নেন আরও বক্তব্য দেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব জাকির হোসেন, রংপুর বিভাগের পুলিশ প্রধান উপমহাপুলিশ পরিদর্শক আব্দুল বাতেন, পুলিশ সুপার কামাল হোসেন, উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা

মনোহরদীতে সভা

সংবাদদাতা মনোহরদী, নরসিংদী থেকে জানান, নির্বাচন উপলক্ষে নরসিংদীর মনোহরদীতে মতবিনিময় সভা করেছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হক রবিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয় মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অ্যাডভোকেট মু. ফজলুল হক সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি রমজান আলী, উপজেলা যুবলীগের সহসভাপতি মনজুরুল আহসান রুপন, খিদিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিলসহ প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ

নাগেশ্বরীতে নির্বাচন বর্জনে সমাবেশ

স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, উপজেলা নির্বাচন বর্জন উপলক্ষে নাগেশ্বরী উপজেলায় এক যৌথ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে নাগেশ্বরী আলীয়া মাদ্রাসা মাঠে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি নুরুন্নবী দুলাল অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট রুহুল আমিন প্রমুখ বক্তারা আসন্ন অবৈধ সরকারের ড্যামি উপজেলা নির্বাচন বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানান

ঝিনাইগাতীতে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

সংবাদদাতা ঝিনাইগাতী, শেরপুর থেকে জানান, আগামী মে অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচন উপলক্ষে ঝিনাইগাতীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে উপজেলা প্রশাসন উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুল উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হুমায়ুন কবির-এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক সময় সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদলসহ ৫৫টি ভোটকেন্দ্রের সকল প্রিসাইডিং কর্মকর্তা গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন

 

 

 

×