ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ সফরে তারকাশূন্য অস্ট্রেলিয়া দল

প্রকাশিত: ২৩:৪১, ১৭ জুন ২০২১

বাংলাদেশ সফরে তারকাশূন্য অস্ট্রেলিয়া দল

স্পোর্টস রিপোর্টার ॥ গত সপ্তাহে আরও ছয় খেলোয়াড়কে নতুন করে অন্তর্ভুক্ত করার সময়েই ইঙ্গিতটা দিয়েছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাচক ট্রেভর হনস। সেটিই সত্যি হলো। করোনাকালে মানসিক চাপ সামলে উঠতে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়ালেন ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গেøন ম্যাক্সওয়েলসহ দলটির কয়েকজন সদস্য। বাকিরা হলেন ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন ও মার্কাস স্টয়নিস। ফলে অনেকটা তারকাশূন্য হয়ে পড়ল অস্ট্রেলিয়া দল। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে উইন্ডিজে পাঁচ ওয়ানডে ও তিন টি২০ খেলে বাংলাদেশে আসবে অসিরা। অক্টোবর-নবেম্বর ভারতে টি২০ বিশ্বকাপের আগে নিজেদের শানিয়ে নিতে আগস্টের প্রথম সপ্তাহে টাইগারদের সঙ্গে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলবে এ্যারন ফিঞ্চের দল। আইপিএলে পাওয়া কনুয়ের ইনজুরির কারণে সরে গেছেন স্মিথ আর সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন পেসার প্যাট কামিন্স। বাকি ক্রিকেটারা এই দুই সফরের জন্য নিজেদের বিবেচনা না করতে সিএর কাছে অনুরোধ জানিয়েছিলেন। তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলে ১৮ সদস্যের দল বেছে নেয় অস্ট্রেলিয়া। এ প্রসঙ্গে ট্রেভর হন্স বলেন, ‘সব খেলোয়াড়কে না পাওয়ায় আমরা স্বাভাবিকভাবেই হতাশ। তবুও যারা সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছে জাতীয় নির্বাচক প্যানেল তাদের সিদ্ধান্তকে সমর্থন করে। কনুইয়ের আঘাতের কারণে স্মিথকে নির্বাচনের সুযোগ ছিল না। টি২০ বিশ্বকাপ এবং এ্যাশেজ সিরিজের জন্য তাকে পুরোপুরি ফিট হতে হবে। বাংলাদেশ সফর মিস করায় ও নিজেও বেশ হতাশ।’ এত সব তারকার অনুপস্থিতিতে কপাল খুলেছে তরুণদের। সাউথ অস্ট্রেলিয়া ও এ্যাডিলেড স্ট্রাইকার্সের পেসার ওয়েস এ্যাগার প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পেয়েছেন। তাসমানিয়ান পেসার নাথান এলিস ও তানভীর সাংঘা দলের সঙ্গে সফর করবেন অতিরিক্ত খেলোয়াড় হিসেবে। ২০১৭ সালে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলা ড্যান ক্রিশ্চিয়ান ডাক পেয়েছেন এই সফরে। বেন ম্যাকডারমটকেও ডাকা হয়েছে দলে। অস্ট্রেলিয়া দলে তরুণ, অভিজ্ঞ ও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মারদের সুযোগ দেয়া হয়েছে। তাদের অন্তর্ভুক্তিকে ভবিষ্যতের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন ট্রেভর হন্স, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে, অস্ট্রেলিয়ান ক্রিকেটের গভীরতা অনেক বেশি। যারা সুযোগ পেয়েছে তাদের বিশ্বকাপে খেলার সুযোগও রয়েছে। আমরা ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশে প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ক্রিকেটের প্রত্যাশায় আছি। আমাদের দলটি নতুন হলেও দলের অভিজ্ঞতা দারুণ। এ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্কের মতো ক্রিকেটাররা আছেন। যারা অস্ট্রেলিয়াকে সঠিক পথে এগিয়ে নিতে পারবেন।’ এদিকে সফরে স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ইমিগ্রেশন ছাড়াই প্রবেশের সুবিধা, পুরো হোটেল বুকিং এবং এক ভেন্যুতে সব ম্যাচ আয়োজনের মতো কঠিন সব শর্ত দিয়েছে অস্ট্রেলিয়া! অস্ট্রেলিয়া দল \ এ্যারন ফিঞ্চ (অধিনায়ক), এ্যাস্টন এ্যাগার, ওয়েস এ্যাগার, জেসন বেহেনডর্ফ, এ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, নাথান এ্যালিস (রিজার্ভ), জস হ্যাজেলউড, ময়সেস হেনরিকস, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপ, তানভীর সাঙ্গা (রিজার্ভ), মিচেল সুয়েপসন, এ্যাস্টন টার্নার, এ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড এবং এ্যাডাম জাম্পা।
×