ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে টেস্ট দল ঘোষণা

ফিরলেন এ্যাঞ্জেলো ম্যাথুস

প্রকাশিত: ২৩:৪৭, ১৯ এপ্রিল ২০২১

ফিরলেন এ্যাঞ্জেলো ম্যাথুস

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের সঙ্গে আসন্ন দুই টেস্টের সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। ফিরেছেন অভিজ্ঞ এ্যাঞ্জেলো ম্যাথুস ও পেসার লাহিরু কুমারা। পারিবারিক কারণে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ছিলেন না ম্যাথুস। আর দ্রুতগতির লাহিরু খেলতে পারেননি করোনায় আক্রান্ত হওয়ার কারণে। দিমুথ করুনারত্নের নেতৃত্বে ১৮ সদস্যের দলে নতুন মুখ বাঁহাতি স্পিনার প্রভিন জয়াবিক্রমা। বুধবার পাল্লেকেলেতে শুরু প্রথম টেস্ট। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ২৯ এপ্রিল। খবর ক্রিকেট টাইমস ও আইল্যান্ড ক্রিকেট। ম্যাথুসের প্রত্যাবর্তন নিশ্চিত করেই শ্রীলঙ্কা ব্যাটিং লাইনআপে শক্তি বাড়াবে। ৮৮ টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন সাবেক অধিনায়ক সাদা পোশাকে ৬ হাজারের ওপরে রান করেছেন। আছে ১১টি সেঞ্চুরি। যদিও ইনজুরির কারণে প্রায়শ দল থেকে ছিটকে গেছেন, বোলিংও করতে পারেননি নিয়মিত। তবে ব্যাটিংয়ে এখনও দলের বড় স্তম্ভ তিনি। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে ম্যাথুস ছিলেন না পারিবারিক কারণে, আর কুমারা খেলেননি করোনায় আক্রান্ত হওয়ায়। এবার পুরোপুরি ফিট হয়ে ফিরেছেন তিনি। অবশ্য এই সিরিজেও একজনকে পারিবারিক কারণে হারাচ্ছে লঙ্কানরা। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিজেকে সরিয়ে নিয়েছেন পেসার দুশমন্থ চামিরা। আর চোটের কারণে ছিটকে যাওয়া ম্যাজিকম্যান এম্বুলদেনিয়ার স্থলে ডাক পেয়েছেন তরুণ জয়াবিক্রমা। সম্প্রতি ঘরোয়া মেজর ক্লাব লিমিটেড ওভার ক্রিকেট টুর্নামেন্টে ৭ ম্যাচ খেলে নিয়েছেন ১৫ উইকেট, ২০১৮ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় ২২ বছর বয়সী এই বাঁহাতি স্পিনারের। শ্রীলঙ্কা টেস্ট দল ॥ দিমুথ করুনারত্নে (অধিনায়ক), দাসুন শানাকা, পাথুম নিশাঙ্কা, ওসাদা ফার্নান্দো, লাহিরু থিরিমান্নে, দীনেশ চান্দিমাল, এ্যাঞ্জেলো ম্যাথুস, নিরোশান দিকওয়েলা, রোশান সিলভা, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, বিশ্ব ফার্নান্দো, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো, দিলশান মধুশাঙ্কা ও প্রভিন জয়াবিক্রমা।
×