ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যাঙ্গালুরুর কাছে হার সাকিবের কলকাতার

প্রকাশিত: ২৩:৪৬, ১৯ এপ্রিল ২০২১

ব্যাঙ্গালুরুর কাছে হার সাকিবের কলকাতার

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) রবিবার দিনের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) কাছে ৩৮ রানে হেরে গেছে সাকিব আল হাসান, ইয়ন মরগানদের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে গ্লেন ম্যাক্সওয়েল ও এবি ডি ভিলিয়ার্সের ম্যারাথন দুই হাফ সেঞ্চুরির সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৪ রানের বড় স্কোর গড়ে বিরাট কোহলির ব্যাঙ্গালুরু। ৯ চার ও ৩ ছক্কায় ৪৯ বলে ৭৮ রান করে আউট হন ম্যাক্সওয়েল। আর মাত্র ৩৪ বলে সমান ৯ চার ও ৩ ছক্কায় ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ডি ভিলিয়ার্স। ২ ওভারে ২৪ রান দিয়ে উইকেট পাননি সাকিব। খেয়েছেন ৩টি চার ও ১টি ছক্কার মার। জবাবে ৮ উইকেটে ১৬৬ রানে থামে কেকেআরের সংগ্রহ। সাত নম্বরে নেমে ৩ চার ও ২ ছক্কায় ২০ বলে সর্বোচ্চ ৩১ রান করে আউট হন আন্দ্রে রাসেল। তার আগে ১ চার ও ১ ছক্কায় ২৫ বলে ২৬ রান করে পেসার কাইল জেমিসনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন টাইগার তারকা সাকিব আল হাসান। অধিনায়ক মরগান ২৯। ব্যাঙ্গালুরুর হয়ে জেমিসন ৩, যুবেন্দ্র চাহাল ও হার্শাল প্যাটেল নেন দুটি করে উইকেট। আসরে নিজেদের তৃতীয় ম্যাচে কলকাতার এটি দ্বিতীয় হার। অন্যদিকে টানা তিন জয়ে টেবিলের শীর্ষে কোহলির ব্যাঙ্গালুরু।
×