ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বোলারদের জন্য চ্যালেঞ্জ দেখছেন নান্নু

প্রকাশিত: ০০:০৪, ১৮ এপ্রিল ২০২১

বোলারদের জন্য চ্যালেঞ্জ দেখছেন নান্নু

স্পোর্টস রিপোর্টার ॥ দুই টেস্টের সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ। সেটিও আবার নিজেদের মধ্যেই খেলা। তবে এখানে কোনভাবেই ঢিলেঢালাভাবে খেলার সুযোগ নেই। কারণ দু’দিনের এই প্রস্তুতি ম্যাচের পরই হবে টেস্টের চূড়ান্ত দল। শনিবার ম্যাচের প্রথমদিন দেখে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। কাটুনায়াকের চিলাও মারিয়ান্স ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে দুইদিনের এই প্রস্তুতি ম্যাচের পর ২১ জনের প্রাথমিক দলকে ১৫/১৬ জনের মূল টেস্ট স্কোয়াড গঠন করা হবে। চূড়ান্ত দলে থাকা ক্রিকেটাররা পরে আরও ২ দিন কঠোর অনুশীলনে প্রস্তুতি নেবেন ২১ এপ্রিল পাল্লেকেলের ক্যান্ডিতে প্রথম টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে নামার জন্য। স্বাগতিক কোন ক্রিকেটার, সাপোর্টিং স্টাফ, থ্রোয়ার বা দল সফরকারীদের জন্য না থাকায় নিজেদের মধ্যে এই প্রস্তুতি ম্যাচ খেলাটাকে অতীব জরুরী মনে করছেন নান্নু। ইতোমধ্যেই প্রথমদিন তিনি ক্রিকেটারদের অবস্থা দেখেছেন। উচ্চমাত্রার আর্দ্রতায় বেশ গরম আবহাওয়াতে ব্যাটসম্যান ও বোলারদের খাপ খাইয়ে নেয়ার জন্য টেস্টের জন্য দারুণ প্রস্তুতি হবে বলে বিশ্বাস নান্নুর। যদিও বোলারদের জন্য টানা বোলিং করা এই আবহাওয়ায় কঠিন বলে মনে করছেন তিনি। সাম্প্রতিক সময়ে তেমন ভাল কাটছে না বাংলাদেশ দলের। বিশেষ করে টেস্ট ক্রিকেটে বেশ বাজে সময় পার করছে মুমিনুল হকের দল। এবার শ্রীলঙ্কা সফরে সেই দুর্গতি কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ। তবে এই সফরে যাওয়ার আগে সেভাবে প্রস্তুতি নিতে পারেননি টেস্ট দলের খেলোয়াড়রা। কয়েকজন নিয়মিত টেস্ট ক্রিকেটার লঙ্গার ভার্সনের জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) দু’টি করে চারদিনের ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। কিন্তু বাকিরা নিউজিল্যান্ড সফরে খেলেছেন স্বল্প পরিসরের সিরিজ। দলগতভাবে অনুশীলন হয়নি শ্রীলঙ্কায় সফরে যাওয়ার আগে, কয়েকজন মাত্র ১ দিন অনুশীলন করেছেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এ নিয়েই শ্রীলঙ্কা গিয়ে টানা ৩ দিন গৃহবন্দী থাকতে হয়েছে। পরে ২ দিন কোয়ারেন্টাইনে থেকেই সীমিত পরিসরে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। শনিবার শুরু করেছেন অনুশীলন ম্যাচ। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) থেকে কোন প্রস্তুতি ম্যাচ না রাখা এবং কোন সাপোর্টিং স্টাফ না থাকায় ২১ জনের প্রাথমিক দল নিয়ে গেছে বাংলাদেশ। তারা শনিবার লাল ও সবুজ দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ শুরু করেছেন। প্রথমদিন ব্যাটসম্যানরা দারুণ করেছেন। তামিম ইকবালের নেতৃত্বে ব্যাট করা লাল দল এবাদত হোসেন, শহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম, নাঈম হাসান ও শুভাগত হোমদের কোন সুযোগই দেননি। তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম অর্ধশতক হাঁকিয়ে স্বেচ্ছা অবসর নিয়েছেন। শুভাগত ছাড়া আর কোন বোলার সাফল্য পাননি। লাল দলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন সাপোর্টিং স্টাফকে নিয়ে একাদশ করা হয়েছে। আজ দ্বিতীয়দিন সবুজ দলের মুমিনুল, লিটন দাস, মিঠুন, সাদমান ইসলামদের ব্যাটিংয়ের পাশাপাশি লাল দলের তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও খালেদ আহমেদের বোলিং দেখবেন নান্নু। তিনি প্রথমদিনের খেলা নিয়ে বলেন, ‘এটা আমাদের জন্য খুবই জরুরী ছিল। আমাদের খেলোয়াড়রা দু’দিন অনুশীলন করার পর এই ম্যাচ প্র্যাকটিসটা পেয়েছি যার মাধ্যমে আমরা যথেষ্ট উপকৃত হয়েছি। বিশেষ করে আবহাওয়া পরিস্থিতি ও সবকিছুর সঙ্গে মানিয়ে নেয়ার জন্য। উইকেট এবং যে আর্দ্রতা এখানে সেটার সঙ্গে খাপ খাওয়াতে এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল।’ তবে তীব্র গরমে উচ্চা আর্দ্রতায় বেশ চ্যালেঞ্জের মুখে বোলাররা। এ বিষয়ে নান্নু বলেন, ‘বোলারদের জন্য খুবই কঠিন একটা পরিস্থিতি গেছে। কারণ যে উইকেটের কন্ডিশন, বাউন্স যথেষ্ট ভাল এবং এটা কিছুটা ফ্ল্যাট ট্র্যাকের মতো। হয়তো টেস্ট ক্রিকেটে এমন উইকেট আসতে পারে। এই গরমের মধ্যে অনবরত এক জায়গায় বোলিং করার জন্য মনোযোগটা খুবই জরুরী। আরেকটা দিন আমাদের সুযোগ আছে ম্যাচ প্র্যাকটিসে মানিয়ে ওঠার জন্য। আমার বিশ্বাস আমাদের বোলাররা খুব তাড়াতাড়ি নিজেদের মানিয়ে নিতে পারবে এবং সেটা টেস্ট ক্রিকেটের আগে প্রস্তুত হতে যথেষ্ট কাজে লাগবে।’ অবশ্য ব্যাটসম্যানদের পারফর্মেন্সে বেশ সন্তুষ্ট নান্নু। বিশেষ করে টপঅর্ডারদের ব্যাটিং দেখে খুশি হয়েছেন তিনি। নান্নু বলেন, ‘আমাদের টপঅর্ডাররা যথেষ্ট ভাল ব্যাটিং করেছে। শুরু থেকেই উইকেটটা যথেষ্ট কঠিন ছিল প্রথম ঘণ্টা ব্যাটিং করা। আমাদের ওপেনাররা- তামিম, সাইফ দুর্দান্ত ব্যাটিং করেছে। শান্ত, মুশফিক দারুণ ব্যাটিং করেছে। আমার বিশ্বাস এই প্র্যাকটিস ম্যাচ থেকে যথেষ্ট ভাল কিছু ফিডব্যাক পেয়েছি।’
×