ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘ওসাম ওসমান’ নাটকে জাহিদ হাসান

প্রকাশিত: ০১:১৭, ৯ মার্চ ২০২১

‘ওসাম ওসমান’ নাটকে জাহিদ হাসান

স্টাফ রিপোর্টার ॥ ওসমান পাড়ার পরিচিত ভাই। ওসমান কোন রাজনৈতিক নেতা নয়। কোন সংগঠন বা দলের জনপ্রতিনিধি নয়। তবু ওসমান জনদরদি। পাড়া-মহল্লার সবার চোখের মণি। ওসমানকে সবাই আদর করে ওসাম ওসমান বলে ডাকে। কারণ, এলাকার বাল্যবিয়ে, সুধখোর, চাঁদাবাজি, ঝগড়া-মারামারি, ছিনতাইসহ সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ওসমান। সেই সঙ্গে কার সংসার ভেঙ্গে যাচ্ছে, কে অভাবে আছে, কে কষ্ট আছে, কে অসহায়, এই সকল মানুষের মাথার ছায়া ওসমান। ওসমান একজন প্রচণ্ড বুদ্ধিওয়ালা শিক্ষিত, জনদরদি হওয়ার কারণে ওসাম ওসমান খেতাব পায় গণমানুষের কাছ থেকে। ওসমানের মাথায় টুপি ও পরনে কাবলি পাঞ্জাবির সঙ্গে জিন্স। প্রচণ্ড শৌখিন একজন মানুষ। সঙ্গে তার কয়জন সহযোগী নিয়ে সারা পাড়া উপকার করে বেড়ায়। সেই ওসাম ওসমানকে থাপ্পড় দেয় মহল্লার নতুন ভাড়াটিয়া নার্গিস। ওসমানকে থাপ্পড় মারার খবর সারা মহল্লায় ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। নার্গিসের বাড়িতে ইট-পাথর পড়ে। মানুষের রোষানলে নার্গিসের পরিবার বিপদগ্রস্ত হয়। কে এই নার্গিস? ওসাম ওসমানকে কেন থাপ্পড় দিল? ওসাম ওসমান কি প্রতিশোধ নেয়? নার্গিসের পরিণতি ও ওসাম ওসমানের জনপ্রতিনিধি না হয়েও জনদরদি হওয়ার কারণ জানতে হলে দেখতে হবে একক নাটক ‘ওসাম ওসমান’। ‘ওসাম ওসমান’ নাটকটি রচনা করেছেন এ সময়ের জনপ্রিয় কবি ও নাট্যকার মিজানুর রহমান বেলাল। পরিচালনা করেছেন ব্যস্ত নির্মাতা আদিত্য জনি। আনোয়ার হোসেন বুলুর চিত্রগ্রহণে ওসমান চরিত্রে জাহিদ হাসানকে ভিন্ন লুকে দেখা যাবে।
×