ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেপালে চার জাতি ফুটবল খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ

প্রকাশিত: ২৩:২৯, ৪ মার্চ ২০২১

নেপালে চার জাতি ফুটবল খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ এই মার্চে ফিফা উইন্ডোতে চার জাতি টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে নেপাল। এই টুর্নামেন্টে বাংলাদেশকেও আমন্ত্রণ জানিয়েছে তারা। আগামী ২৫ মার্চ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ হওয়ার কথা থাকলেও তা মাঠে গড়ানোর কোন সম্ভাবনাই দেখা যাচ্ছে না। করোনাকালীন সময়ে বাংলাদেশে আসতে রাজি নয় আফগানিস্তান, যার ফলে একের পর এক আলোচনা টেবিলে বসেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন্স (এএফসি)। কিন্তু তাতে কোন লাভ হচ্ছে না। কারণ দুই দেশই নিজেদের সিদ্ধান্তে অনড়। বাংলাদেশ দেশের মাটিতে ছাড়া খেলবে না, অন্যদিকে আফগানিস্তানও বাংলাদেশে আসতে রাজি নয়! এএফসিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি, একের পর এক তারিখ পিছিয়ে ঝুলিয়ে রেখেছে এই ম্যাচের ভাগ্য। যদি মার্চে এই ম্যাচ আয়োজিত না হয়, তবে আগামী জুনে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হবে বাংলাদেশকে। ২৫ মার্চের পরিবর্তে ৩ জুন বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য ভেন্যু কাতারের দোহা। আফগানিস্তানের বিপক্ষে মার্চে ম্যাচ না হলে বাংলাদেশ খেলবে নেপাল আয়োজিত চার জাতি টুর্নামেন্টে। এই টুর্নামেন্টে বাকি আর দুই দেশ আফ্রিকার লাইবেরিয়া এবং ওশেনিয়ার তাহিতির অংশগ্রহণ করার কথা। কাঠমান্ডু অথবা পোখারায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
×