ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ফেরার অপেক্ষায় নেইমার...

প্রকাশিত: ২৩:৪৩, ২৮ ফেব্রুয়ারি ২০২১

ফেরার অপেক্ষায় নেইমার...

স্পোর্টস রিপোর্টার ॥ চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে আছেন সুপারস্টার নেইমার। তবে শীঘ্রই ব্রাজিলিয়ান তারকা মাঠে ফিরতে যাচ্ছেন। পুরোপুরি সেরে ওঠার অংশ হিসেবে ব্যক্তিগত অনুশীলনে ফিরেছেন ফরাসী ক্লাব পিএসজির ফরোয়ার্ড। নেইমার প্রত্যাশার চেয়েও দ্রুত সেরে উঠছেন বলে জানিয়েছেন দলটির কোচ মাওরিসিও পোচেত্তিনো। দুইদিন হলো ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন ২৯ বছর বয়সী নেইমার। এ প্রসঙ্গে পিএসজি কোচ বলেন, নেইমার চিকিৎসক ও পারফর্মেন্স বিভাগের দেয়া নিয়ম অনুসরণ করছে। সে একক অনুশীলন করেছে। মানসিকভাবে বেশ ভাল অবস্থায় আছে। আমরা খুশি। সবকিছু ঠিকঠাক চলছে। সেরে ওঠার পথে অনুমিত সময়ের মধ্যেই আছে সে। আগামী ১০ মার্চ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর ফিরতি লেগে ঘরের মাঠে বার্সিলোনার বিরুদ্ধে খেলবে পিএসজি। ওই ম্যাচে নেইমার খেলবেন বলে আশা করা হচ্ছে। তবে এর আগে তিনি ফরাসী লীগ ওয়ানে মাঠে নামতে পারেন। এদিকে নেইমারের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে সবকিছুই সঠিক পথেই আছে বলে ইঙ্গিত দিয়েছেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। একইসঙ্গে তিনি জানিয়েছেন ফরাসী তারকা কিলিয়ান এমবাপের সঙ্গেও আলোচনা চলছে। বিশ্বের সবচেয়ে দামী দুই ফরোয়ার্ডের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তি ২০২২ সালের জুনে শেষ হয়ে যাচ্ছে। জানা গেছে, নেইমারের সঙ্গে ইতোমধ্যেই নতুন চুক্তির সবকিছু সম্পন্ন করে ফেলেছে পিএসজি। এ প্রসঙ্গে লিওনার্দো বলেন, সবকিছু সঠিক পথেই আছে। কিন্তু দিনের শেষে চুক্তিতে স্বাক্ষর করার পরই কেবল বলা যাবে চুক্তি সম্পন্ন হয়েছে। আর সেটা এখনও সম্পন্ন হয়নি। ২০১৭ সালে নেইমারের মতোই পিএসজিতে যোগ দিয়েছিলেন এমবাপে। ভবিষ্যতে রিয়াল মাদ্রিদে যাওয়ার ব্যাপারে তাকে নিয়ে গত মৌসুম থেকেই বেশ জোর গুঞ্জন রয়েছে। এ সম্পর্কে লিওনার্দো বলেন, আমরা এ ব্যাপারে এমবাপের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। দীর্ঘদিন ধরেই এই আলোচনা হয়ে আসছে। প্রতিবারই বিষয়টি আরও বেশি স্পষ্ট হচ্ছে। আমরা যখন কোন সিদ্ধান্তে উপনীত হব তখনই এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলা যাবে। আমার মনে হয় প্রতিবারই আমরা তার সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে আরও কাছাকাছি পৌঁছে যাই। লিওনার্দো আরও জানিয়েছেন, এ্যাঞ্জেল ডি মারিয়া ও জুয়ান বারনাটের সঙ্গেও চুক্তি নবায়ন করতে আগ্রহী পিএসজি। চলতি মৌসুমের শেষে এ দু’জনের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তি শেষ হয়ে যাচ্ছে।
×