ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বক্সার টাইসন এখন গাঁজা চাষী!

প্রকাশিত: ২৩:৫৬, ২৭ ফেব্রুয়ারি ২০২১

বক্সার টাইসন এখন গাঁজা চাষী!

স্পোর্টস রিপোর্টার ॥ খেলোয়াড়ি জীবনে বক্সিং কোর্ট মাতিয়ে কিংবদন্তি হয়েছেন মাইক টাইসন। যুক্তরাষ্ট্রের এই বক্সার অমর হয়ে আছেন বক্সিং জগতে। কিন্তু অবাক করার মতোই সংবাদ এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। কিংবদন্তি এই বক্সার নাকি এখন সফল গাঁজা চাষী! জানা গেছে, গাঁজা চাষ করে টাইসন এখন কোটি কোটি টাকা আয় করছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে গাঁজা উৎপাদন ও ক্রয়-বিক্রয় বৈধ। ২০১৬ সালের নবেম্বরে ওই রাজ্যটিতে ২১ বছরের বেশি বয়সীদের জন্য গাঁজা সেবনের বৈধতা দেয়া হয়। সেখানেই টাইসন একটা গাঁজা চাষের কোম্পানি খুলেছেন। যার নাম ‘টাইসন র‌্যাঞ্চ’। টাইসনের ফার্মটি ১৬ হেক্টর জমির ওপর অবস্থিত। এখান থেকে তিনি প্রতিমাসে পাঁচ লাখ ডলার আয় করেন। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ ৪ কোটি টাকারও বেশি! ৫৪ বছর বয়সী টাইসন এবং তার বন্ধুরাই নাকি মাসে ৪০ হাজার ডলারের গাঁজা সেবন করেন। বাংলাদেশী মুদ্রায় অঙ্কটা দাঁড়ায় প্রায় ৩৪ লাখ টাকা! টাইসন নিজেই দিয়েছেন এ তথ্য।
×