ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের কেউ দ্য হান্ড্রেডে দল পাননি

প্রকাশিত: ২৩:৩৪, ২৫ ফেব্রুয়ারি ২০২১

বাংলাদেশের কেউ দ্য হান্ড্রেডে দল পাননি

স্পোর্টস রিপোর্টার ॥ দ্য হান্ড্রেডে দল পাননি বাংলাদেশের কোন ক্রিকেটার। সাকিব আল হাসান, তামিম ইকবালরা অবিক্রীতই থেকে যান। এই টুর্নামেন্টে ৮টি দল অংশ নিচ্ছে। বাংলাদেশেরও আট ক্রিকেটার হান্ড্রেডের নিলামের ড্রাফট তালিকায় ছিলেন। কিন্তু আট দলের কেউই সাকিব, তামিমদের দিকে নজরও দেননি। ইংল্যান্ডের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ১০০ বলের আসর ‘দ্য হান্ড্রেড’-এ ১ লাখ পাউন্ডের ক্যাটাগরিতে ছিলেন সাকিব ও তামিম। ৪০ হাজার পাউন্ডে তালিকায় ছিলেন লিটন কুমার দাস, ইমরুল কায়েস ও সাব্বির রহমান। ভিত্তিমূল্য না থাকলেও তালিকায় উন্মুক্ত ছিলেন তাসকিন আহমেদ, আবু হায়দার রনি ও সৌম্য সরকার। ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়া নতুন আদলের এই ক্রিকেট আসরের নিলামে বাংলাদেশে কারো প্রতি আগ্রহই দেখায়নি কোন দল। আগামী জুলাইয়ের ২১ তারিখ থেকে ১০০ বলের আলোচিত টুর্নামেন্টটি শুরু হওয়ার সূচী আছে। গত বছর মাঠে গড়ানোর কথা থাকলেও করোনা মহামারীতে স্থগিত হয়ে যায়। এর আগে ২০১৯ সালের অক্টোবরে ড্রাফট হয়েছিল। সেই ড্রাফটে সাকিব, তামিম, মুস্তাফিজুর রহমানসহ ১১ জন বাংলাদেশী ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। তবে এবার নাম জমা পড়ে ৮ জনের। এবারের ড্রাফট থেকে দল পেয়েছেন ৩৫ জন ক্রিকেটার। এর মধ্যে স্থানীয় কোটায় ২৮ জন এবং বিদেশী কোটায় ৭ জন। সব মিলে ২৫২ জন বিদেশী ক্রিকেটার ছিলেন টুর্নামেন্টের ড্রাফটে। সাকিব-তামিম ছিলেন সর্বোচ্চ ১ লাখ পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে। এত ক্রিকেটারের ভিড়ে দল পাওয়া কঠিনই ছিল। ড্রাফট থেকে বিদেশীদের মধ্যে দল পেয়েছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন, শাহিন আফ্রিদি, এ্যাডাম জাম্পা, জেই রিচার্ডসন, সন্দীপ লামিচানে, মোহাম্মদ আমির, গ্লেন ম্যাক্সওয়েলরা। দ্য হান্ড্রেডে বামিংহাম ফনিক্স, লন্ডন স্পিরিট, ম্যানচেস্টার অরিজিনালস, নর্দান সুপারচার্জার, ট্রেন্ট রকেটস, ওয়েলস ফায়ার, সাউদার্ন ও ওভাল দল খেলবে। বিদেশী ক্রিকেটারদের মধ্যে বার্মিংহাম ফনিক্সে কেইন উইলিয়ামসন, এ্যাডাম জাম্পা ও শাহিন আফ্রিদি, লন্ডন স্পিরিটে মোহাম্মদ আমির, গ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মদ নবি, ম্যানচেস্টার অরিজিনালসে কাগিসো রাবাদা, নিকোলাস পুরান, শাদাব খান, নর্দান সুপারচার্জারে ক্রিস লিন, মুজিবুর রহমান, এ্যারন ফিঞ্চ, ট্রেন্ট রকেটসে রশিদ খান, ন্যাথান কোল্টার নাইল, ডার্সি শট, ওয়েলশ ফায়ারে কাইরন পোলার্ড, কায়েস আহমেদ, জেই রিচার্ডসন, সাউদার্নে মার্কাস স্টয়নিস, আন্দ্রে রাসেল, ওভালে সুনিল নারাইন, সন্দিপ লমিচানে খেলবেন। অথচ বাংলাদেশের কোন ক্রিকেটারকে কোন দলই দলে নেয়নি।
×