ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বিদ্যুতের প্রি-প্রেমেন্ট মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ১৬:০২, ১৮ ফেব্রুয়ারি ২০২১

বিদ্যুতের প্রি-প্রেমেন্ট মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ বিদ্যুতের প্রি-প্রেমেন্ট মিটার স্থাপনের প্রতিবাদে আগামী শনিবার বিক্ষোভ ও নেসকো কার্যালয় (সাবেক পিডিবি অফিস) ঘেরাও কর্মসূচী ঘোষণা করা হয়েছে। প্রি-প্রেমেন্ট মিটার স্থাপনের প্রতিবাদে চলমান আন্দোলনের অংশ হিসাবে আজ বৃহস্পতিবার দুপুরে কানাইখালী এলাকায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবশে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে শুক্রবার সকল মসজিদে জমায়েত ও শনিবার বিক্ষোভ ও বিদ্যুত অফিস ঘেরাও কর্মসূচী ঘোষণা করা হয়েছে। এসময় বক্তব্য রাখেন নাটোর পৌর আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আলী মুকুল, জেলা ক্যাব’র সাধারণ সম্পাদক রইস উদ্দিন, জাপা নেতা আশরাফুজ্জামান মুন্নাসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ।
×