ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আবার হাসপাতালে সৌরভ

প্রকাশিত: ২৩:৩৫, ২৮ জানুয়ারি ২০২১

আবার হাসপাতালে সৌরভ

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও হাসপাতালে সৌরভ গাঙ্গুলী। মঙ্গলবার রাত থেকেই বুকে ব্যথা অনুভব করছিলেন ৪৮ বছর বয়সী সাবেক ভারত অধিনায়ক ও বর্তমান বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট। বুধবার দুপুরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশ্য গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই হাসপাতালে প্রবেশ করেন তিনি। কার্ডিওগ্রাম টেস্টে তার ইকো এবং ইসিজিতে কিছুটা সমস্যা ধরা পড়ে। আজ এনজিওগ্রাম করানোর কথা রয়েছে। ইতোমধ্যে সৌরভের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে গত ২ জানুয়ারি নিজ বাড়তে শরীরচর্চা করার সময় মাথা ঘুরে পড়ে যান সৌরভ। হাসপাতালে নিয়ে যাওয়ার পর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। রুরিভিত্তিতে একটি স্টেন্ট বসানো হয়। ৭ জানুয়ারি অনেকটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন। ২০ দিন না কাটতেই ফের অসুস্থ হয়ে পড়লেন কলকাতার মহারাজ। কেন হৃদরোগে আক্রান্ত সৌরভ? প্রথমবার হাসপাতালে যাওয়ার পরই সেটি নিয়ে চর্চা শুরু হয় স্থানীয় মহলে। অনেকের মতে, বয়স পঞ্চাশের কাছাকাছি হলেও কাজের চাপে গত পাঁচ বছর কোনওরকম ডাক্তারি চেকআপ করাননি। তৃণমূল এবং কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক চাপও সমস্যার জন্য দায়ী বলে মনে করেন অনেকে। তবে সৌরভ নিজে এ নিয়ে কোনও মন্তব্য করেননি।
×