ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আবারও স্থগিত এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ!

প্রকাশিত: ১৮:৫৮, ২৫ জানুয়ারি ২০২১

আবারও স্থগিত এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ!

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী মার্চে বাংলাদেশে অনুষ্ঠিতব্য এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ স্থগিত করা হয়েছে দ্বিতীয়বারের মতো। করোনাভাইরাসের প্রকোপের কারণ দেখিয়ে মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়া আপত্তি জানানোয় এশিয়ান হকি ফেডারেশন স্থগিত করেছে টুর্নামেন্টটি। তবে এখনও বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প স্থগিতের ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। এই সময়ের মাঝে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান ফেডারেশনের সহ-সভাপতি রশিদ শিকদার। তিনি বলেন, এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরের আগে হওয়া সম্ভব না। তবে জুনে জুনিয়র এশিয়া কাপের শিডিউল এখন পর্যন্ত ঠিক আছে। আয়োজক হিসেবে আমাদের সব ধরনের প্রস্তুতি ছিল, কিন্তু যে সব দেশ এখানে আপত্তি থাকায় নতুন করে পেছাতে বাধ্য হয়েছে। এ প্রসঙ্গে জাতীয় হকি দলের কোচ মাহাবুব হারুন বলেন, জানতাম মার্চের ১১ তারিখে অনুষ্ঠিত হবে কিন্তু সেটা করোনার কারণে হকি ফেডারেশন স্থগিত করেছে। এটা আমাদের জাতীয় দলের জন্য বড় একটা ধাক্কা। ফেডারেশন থেকে আমাকে জানানো হয়েছে ক্যাম্প চালু রাখার জন্যে। পরবর্তীতে জানালে সিদ্ধান্ত নেব কি করা হবে। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া এবং জাপানের অংশ নেয়ার কথা ছিল। এদিকে ছেলেদের আসরের মতো কোরিয়ায় অনুষ্ঠিতব্য নারীদের ইভেন্টটিও স্থগিত করেছে এএইচএফ।
×