ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম আবাহনীর ঘাম ঝরানো জয়

প্রকাশিত: ২০:৪৮, ২১ জানুয়ারি ২০২১

চট্টগ্রাম আবাহনীর ঘাম ঝরানো জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগে বৃহস্পতিবার ঢাকায় জয় কুড়িয়ে নিয়েছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। ম্যাচ শুরুর প্রথম দুমিনিটেই গোল করে এগিয়ে যেতে পারতো ব্লু পাইরেটস খ্যাত চট্টগ্রাম আবাহনী। ১ মিনিটে ডান প্রান্তে ডিফেন্ডার মনির আলমের কর্নারে বক্সে হেড নেন সতীর্থ ফুটবলার। কিন্তু গোল করতে ব্যর্থ হন। ২ মিনিটে বা প্রান্ত থেকে সতীর্থর ক্রসে বক্সে বল পেয়ে শুয়ে হেড নেন চট্টগ্রামের নাইজিরিয়ান মিডফিল্ডার চিনেদু ম্যাথিউ। কিন্তু তার হেড অল্পের জন্য গোল হয়নি। ১০ মিনিটে বক্সের বাইরে ডান প্রান্ত থেকে নাইজিরিয়ান ফরোয়ার্ড ক্রিস্টোফার চিজোবা তীব্র গতির যে শটটি নেন, তান আবাহনীর পোস্টে লেগে ফেরত আসে। ফিরতি বলে আরও আবারও শট নেন ফরোয়ার্ড নিহাত জামান। কিন্তু গোল হয়নি। ৩০ মিনিটে গোলের দেখা পায় চট্টলার দলটি। ডান প্রান্ত থেকে নাইজিরিয়ান চিনেদু ম্যাথিউ যে ক্রস বাড়ান, তা বুক দিয়ে বল রিসিভ করে তাতে ডান পায়ে ফিনিশ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন (১-০)। ৫০ মিনিটে ম্যাচে ফেরার দারুণ সুযোগ হাতছাড়া করে রাইজিং স্ট্রেংথ খ্যাত আরামবাগ। নিজেদের মধ্যে বল আদান-প্রদান করতে করতে প্রায় মাঝমাঠ থেকে চট্টলার সীমানায় ঢুকে পড়েন আরামবাগের ফুটবলাররা। বা প্রান্ত থেকে ক্রস বাড়ান ফরোয়ার্ড মুরাদ হোসেন চৌধুরী। কিন্তু বক্সে বল বিপদমুক্ত করেন উজবেক ডিফেন্ডার পোলাতভ শুকুরআলী। বল পেয়ে যান আরামবাগের ক্রিস্টোফার। জোরালো শটও নেন। তবে বল চলে যায় বারের ওপর দিয়ে। ৫৮ মিনিটে চার ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন চিনেদু। বেশ কিছুক্ষণ বল নিজের নিয়ন্ত্রণে রাখলেও শট নিতে পানেননি। ৫৯ মিনিটে বক্সে ঢুকে আরাফাত যে শট নেন সেটি আটকাতে গিয়ে আহত হন চট্টলার মিডফিল্ডার সোহেল রানা। ৬১ মিনিটে বক্সের প্রায় ৩০ গজ দূর থেকে আরামবাগ ডিফেন্ডার জাহিদুল ইসলাম বাবুর দূরপাল্লার শট ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক নাঈম। ৯০ মিনিটে আরামবাগের রাসেল মুন্সী গোলমূখে যে শট নেন সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। রেফারি আনিসুনর রহমান খেলা শেষের বাঁশি বাজালে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী। কিডস এ্যাথলেটিকস উপলক্ষ্যে কাল প্রিমিয়ার লিগে কোন ম্যাচ থাকছে না। পরশু থেকে শুরু হবে লিগের তৃতীয় রাউন্ডের খেলা।
×