ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিপ্লব এখন জাতীয় ফুটবল দলের গোলরক্ষক কোচ

প্রকাশিত: ১৯:৩৯, ১৮ জানুয়ারি ২০২১

বিপ্লব এখন জাতীয় ফুটবল দলের গোলরক্ষক কোচ

স্পোর্টস রিপোর্টার ॥ ১৯৯৭-২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক হিসেবে খেলেছেন। ১৯৯৯ সালে নেপালে সাফ ফুটবলে তার দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সর্বোচ্চ আটবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ার রেকর্ডও তারই। কিছুদিন আগেও ছিলেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের গোলরক্ষক কোচ। এখন তার নামের পাশে যোগ হয়েছে তারচেয়েও বড় সম্মান-বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক কোচ। বলা হচ্ছে বিপ্লব ভট্টাচার্য্যের কথা। আপাতত এক বছরের জন্য লাল-সবজ জার্সি অতন্দ্র প্রহরীদের দীক্ষা দেবেন বিপ্লব। এ প্রসঙ্গে তার ভাষ্য, জাতীয় দলের গোলরক্ষক কোচ হওয়াটা আমার জন্য স্বপ্নের ব্যাপার। সত্যি বলতে কি, জাতীয় দলের জন্যই ক্লাবের কোচিং ছেড়ে দিয়েছি। একজন ফুটবলার হিসেবে দীর্ঘ ক্যারিয়ার আমার। সবার একটা স্বপ্ন থাকে। এত বছর খেলেছি। আমার অভিজ্ঞতা দিয়ে ভবিষ্যত বাংলাদেশের জন্য ভালমানের গোলরক্ষক বের করে আনার চেষ্টা করবো। দরকার হলে বিভিন্ন বয়সভিত্তিক দলসহ সারা দেশেই কাজ করতে হবে তাকে-বাফুফের এমন শর্তেও রাজি হয়েছেন বিপ্লব। এ নিয়ে নিয়ে বলেন, আমার কাজ হলো জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক অ-২৩ দলের কোচিং করানো। সারা দেশে যে প্রতিভা অন্বেষণ হচ্ছে, সেখানে প্রতিটি জেলায় যাব গোলরক্ষক খুঁজতে। আমার একটাই কথা, যারাই মাঠে পারফর্ম করবে, তারাই সুযোগ পাবে দলে। সারা বছর খেলবে না, ওরকম কাউকে নেব না। সাবেক তারকা গোলরক্ষক আরও যোগ করেন, আমি এরই মধ্যে ৫টা ম্যাচ দেখেছি লীগের। যাদের ডাকবো সবার জাতীয় দলে খেলার মতো যোগ্যতা থাকতে হবে। আমি প্রতি জেলায় যাবো। খুঁজে খুঁজে বের করবো নতুন গোলরক্ষক। অনেক গোলরক্ষক হয়তো খেলে না। কিন্তু তাদের বেসিকসহ অনেককিছু দেখবো, ওয়ার্কশপে ডাকবো। ওখান থেকে যদি পারি ওদের ভবিষ্যতের জন্য তৈরি করবো। এখন যেমন জিকো-পাপ্পু দলের ভবিষ্যত। রানার এখন বয়স হচ্ছে। ওদের জায়গায় কে আসবে সেটা আমাকেই দেখতে হবে।
×