ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিরলেন তাসকিন, তামিমের ম্যাচজয়ী ঝড়ো ইনিংস

রানে ফেরার স্বস্তি সাকিবের

প্রকাশিত: ২৩:৩০, ১৭ জানুয়ারি ২০২১

রানে ফেরার স্বস্তি সাকিবের

স্পোর্টস রিপোর্টার ॥ সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আর মাত্র ৩ দিন পরই প্রথম ওয়ানডে। ৩ ম্যাচের এই ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। সেইসঙ্গে আবার জাতীয় দলের জার্সিতে ফিরবেন সাকিব আল হাসানও। সেই সিরিজ শুরুর আগেই রানে ফিরেছেন এ বাঁহাতি অলরাউন্ডার। গত নবেম্বর-ডিসেম্বর মাসে হওয়া বঙ্গবন্ধু টি২০ কাপে ৮ ম্যাচ খেলে ব্যর্থ এবং প্রথম অনুশীলন ম্যাচেও নিষ্প্রভ ছিলেন। তবে শনিবার বিকেএসপিতে হওয়া দ্বিতীয় অনুশীলন ম্যাচে পেয়েছেন ফিফটি। ৮২ বলে ১ চার, ১ ছয়ে ৫২ রান করেন তিনি। প্রথম ব্যাট করে নির্ধারিত ৪৫ ওভারে ৭ উইকেটে তার দল মাহমুদুল্লাহ একাদশ ২২৩ রান করে। জবাবে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ৮০ বলে অপরাজিত ৮০ ও নাজমুল হোসেন শান্তর ৫১ বলে ৬১ রানে ৩৫.২ ওভারেই জয় পায় তামিম একাদশ। ২ উইকেটে ২২৪ রান তুলে ৮ উইকেটে জয় পায় তারা। ইনজুরিতে পড়ার পর এদিন ফিরেছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ, শান্তর উইকেটও নিয়েছেন তিনি। প্রথম অনুশীলন ম্যাচে ব্যাটিং ছিল হতাশাজনক। তবে শনিবার শেষ অনুশীলন ম্যাচে ব্যাটসম্যানরা ছন্দে ফিরেছেন। মাহমুদুল্লাহ একাদশের ওপেনার মোহাম্মদ নাইম শেখ ৬৮ বলে ৪ চার, ২ ছক্কায় ৫০, ইয়াসির আলী ৩৬ বলে ২৪, মুশফিকুর রহিম ২৭ বলে ২৫ ও মোসাদ্দেক হোসেন সৈকত ৩৭ বলে ২ চার, ১ ছক্কায় ৩১ রান করেন। আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার পর সাকিব ব্যাটে-বলে লড়ছিলেন নিজেকে ফিরে পেতে। অবশেষে সিরিজ শুরুর আগেই লড়াইয়ে জিতেছেন তিনি। ধীরস্থির ভঙ্গিতে খেলে ৫২ রান করেন এদিন। ৭ উইকেটে ২২৩ রান তোলেন মাহমুদুল্লাহরা। ২টি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন ও শেখ মাহেদী হাসান। জবাবে লিটন দাস ও তামিমের ৭৭ রানের উদ্বোধনী উড়ন্ত জুটি তামিম একাদশকে জয়ের পথ সুগম করে দেয়। লিটন ৫৩ বলে ৪৮ করে আউট হলেও তামিম ৮০ রানে অপরাজিত থাকেন ৫ চার, ৩ ছক্কায়। এছাড়া শান্ত ৫১ বলে ৭ চার, ২ ছক্কায় ৬১ রান করেন। ৯.৪ ওভার হাতে রেখেই ২ উইকেট হারিয়ে লক্ষ্য টপকে যায় তামিম একাদশ। ইনজুরি কাটিয়ে ফেরা তাসকিন ও হাসান মাহমুদ ১টি করে উইকেট নেন।
×