ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

নতুন জাতীয় রেকর্ড সেনাবাহিনীর ঋতুর

প্রকাশিত: ২৩:১৬, ১৬ জানুয়ারি ২০২১

নতুন জাতীয় রেকর্ড সেনাবাহিনীর ঋতুর

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রথমদিনেই একটি নতুন রেকর্ড হয়েছে। নারীদের হাইজাম্পে ১.৭০ মিটার উচ্চতায় লাফিয়ে নতুন রেকর্ড গড়েন বাংলাদেশ সেনাবাহিনীর ঋতু আক্তার। এই ইভেন্টে ১.৬৮ মিটারে আগের রেকর্ডটি ছিল ২০১৯ সালে বাংলাদেশ জেলের উম্মে হাফসা রুমকির। এবার রুমকিও হাইজাম্পে খেলেছেন। তিনি হন দ্বিতীয় (১.৬৮ মিটার)। সেনাবাহিনীর জান্নাতুল হন তৃতীয় (১.৬০ মিটার)। এর আগেও জুনিয়র মিটে খেলেছেন ঋতু। তখন রুপা জিতেছিলেন। এবার সিনিয়রে এসেই বাজিমাত করেছেন। এ জন্য অবশ্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। বিকেএসপির কোচ ড. মেহেদী হাসানের কাছে বেশ ক’দিন অনুশীলন করেছেন ঋতু। প্রস্তুতির সময় টানা তিনদিন রেকর্ড মিটারে জাম্প করেছেন। ঋতুর কথায় ‘টানা তিনদিন রেকর্ড মিটারে জাম্প করার পর কোচ আমাকে বললেন, এবার রেকর্ড হবে তোর। সত্যিই তাই হয়েছে। আমাকে অনেক সহযোগিতা করেছেন স্যার।’ প্রতিপক্ষ রুমকিকে নিয়ে ঋতুর বক্তব্য, ‘আগের রেকর্ডটি ছিল রুমকির। এবারও ভাল জাম্প করেছেন তিনি। তাকে শ্রদ্ধা করি। তবে আমারই জিত হয়েছে। তাই খুব ভাল লাগছে।’ প্রথমদিনে ৩ স্বর্ণ, ৩ রৌপ্য ও ৪ ব্রোঞ্জ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী পদক তালিকার শীর্ষে অবস্থান করছে। ৩ স্বর্ণ, ৪ রৌপ্য এবং ১ ব্রোঞ্জ নিয়ে দুইয়ে আছে বাংলাদেশ নৌবাহিনী। ১টি স্বর্ণপদক নিয়ে তিনে আছে বাংলাদেশ পুলিশ।
×