ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সেঞ্চুরিয়ন টেস্ট

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল দঃ আফ্রিকা

প্রকাশিত: ২৩:৩১, ৩০ ডিসেম্বর ২০২০

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল দঃ আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার ॥ সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে ৩৯৬ রান সংগ্রহের পর লঙ্কানদের কিছুটা চনমনেই মনে হয়েছিল। কিন্তু ব্যাটে-বলে দক্ষিণ আফ্রিকানদের দাপটে সেটি মিইয়ে যেতে সময় লাগেনি। ‘ম্যাচের নায়ক’ ফ্যাফ ডুপ্লেসিসের অনবদ্য ১৯৯ ও ওপেনার ডিন এলগারের ৯৫ রানের সৌজন্যে ৬২১ রানের পাহাড় গড়ে স্বাগতিক প্রোটিয়ারা। ২২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৮০ রানে অলআউট লঙ্কানরা মঙ্গলবার চতুর্থদিনেই হার মানে ইনিংস ও ৪৫ রানে। ‘বক্সিং ডে টেস্টে’ দাপুটে জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কুইন্টন ডি ককের দল। রবিবার জোহানেসবার্গে শুরু সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্ট। ২ উইকেটে ৬৫ রানে খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। কুশল পেরেরা ৩৩ ও দীনেশ চান্দিমাল ২১ রান নিয়ে মাঠে নামেন। স্কোরবোর্ডে আর ২০ রান যোগ করতে ভাঙ্গে ৬৩ রানের জুটি। প্রথম ইনিংসে সর্বোচ্চ ৮৫ রান করা চান্দিমাল আউট হন ২৫ রানে। শেষ পর্যন্ত এটাই ছিল সফরকারীদের সেরা জুটি। পঞ্চম হাফসেঞ্চুরি করা কুশল ৬৪ রানে বিদায় নেন। এরপর ওয়ানিন্দু হাসারাঙ্গার ব্যাটে ইনিংস পরাজয় এড়ানোর স্বপ্ন দেখছিল লঙ্কানরা। কিন্তু ১২ চারে সাজানো হাসারাঙ্গার ৫৯ রানের ইনিংসের সমাপ্তির সঙ্গে সেই স্বপ্নেরও সমাধি ঘটে। প্রথম ইনিংসে ৭৯ রানে আহত অবসর ধনঞ্জয়া ডি সিলভা এই ইনিংসেও মাঠে নামতে পারেননি। ফলে কাসুন রাজিথা আউট হতেই জয়ের উল্লাসে মাতে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে দুটি করে উইকেট নেন আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিদি, উইয়ান মুল্ডার ও অভিষিক্ত লুথো সিপামলা। সেঞ্চুরিয়নে এই ম্যাচ দিয়ে করোনাকালে দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর ঘরের মাটিতে টেস্ট খেলতে নামে দক্ষিণ আফ্রিকা। সেখানে নিজে মাত্র ১ রানের জন্য ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি বঞ্চিত সাবেক অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস সাদা পোশাকে তরুণ কুইন্টন ডি ককের নেতৃত্বের অভিষেকটা স্মরণীয় রাখেন।
×