ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ইতালিয়ান সিরি এ

অচেনা জুভেন্টাসের প্রথম হার

প্রকাশিত: ২৩:২৩, ২৪ ডিসেম্বর ২০২০

অচেনা জুভেন্টাসের প্রথম হার

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি এ লীগের ট্রফিটা নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে জুভেন্টাস। তুরিনের বুড়িরা লীগের সবশেষ নয় আসরের চ্যাম্পিয়ন। কিন্তু চলমান ২০২০-২১ মৌসুমের শুরু থেকেই কেমন যেন অচেনা লাগছে ইতালিয়ান জায়ান্টদের। শুরু থেকেই ধুঁকতে থাকা দলটি প্রথম ১২ ম্যাচে ৬টি করে জয় ও ড্র করেছিল। কিন্তু ১৩তম ম্যাচে এসে প্রথম হারের স্বাদও পেয়ে গেছে আন্দ্রে পিরলোর দল। মঙ্গলবার রাতে ঘরের মাঠ তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে সফরকারী ফিওরেন্টিনার কাছে ৩-০ গোলে হেরেছে জুভরা। ১০ জন নিয়ে বড়দিনের আগে শেষ ম্যাচে হেরেছে তারা। এর ফলে গত ২৫ অক্টোবরের পর প্রথম ও লীগে দ্বিতীয় জয় পেয়েছে ফিওরেন্টিনা। গত মাসে দলের দায়িত্ব নেয়ার পর কোচ সিজার প্রানদেল্লির অধীনে এটাই ফিওরেন্টিনার প্রথম জয়। এই হারের আগে জুভেন্টাস আরও একটি ধাক্কা খেয়েছে। গত ৪ অক্টোবর করোনাভাইরাসের কারণে নেপোলি তুরিনে যেতে আপত্তি জানানোতে ম্যাচটি বাতিল করে জুভেন্টাসকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে পূর্ণ পয়েন্ট দেয়া হয়েছিল। কিন্তু নেপোলি ইতালিয়ান অলিম্পিক কমিটির কাছে আপিল করে জয়ী হয়েছে। যে কারণে ম্যাচটি এখন পুনরায় অনুষ্ঠিত হবে। আর তাই ২৭ পয়েন্ট নিয়ে ম্যাচ শুরু করা জুভেন্টাসের পয়েন্ট কমে দাঁড়ায় ২৪। ফিওরেন্টিনার কাছে হেরে যাওয়ায় পয়েন্ট সেখানেই থমকে আছে। যে কারণে এখন জুভেন্টাসের অবস্থান টেবিলের চতুর্থ স্থানে। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এসি মিলান। ম্যাচের শুরুতেই হোঁচট খায় জুভেন্টাস। তৃতীয় মিনিটেই ফ্রাঙ্ক রিবেরির এ্যাসিস্টে ডুসান ভøাহোভিচ গোল করে ফিওরেন্টিনাকে এগিয়ে দেন। অতিথিদের ইতালিয়ান মিডফিল্ডার গায়েটানো কাস্ত্রোভিলিকে বাজেভাবে ট্যাকেল করায় ম্যাচের ১৭ মিনিটে জুয়ান কুয়ারডাডো লালকার্ড দেখে মাঠ ছাড়েন। এ ঘটনায় রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও ভিএআর রিভিউ করে তার বিরুদ্ধে লালকার্ডের নির্দেশ দেন। এক জন কম নিয়ে ম্যাচের বাকি সময়ে আর ঘুরে দাঁড়াতে পারেননি রোনাল্ডো, বোনুচ্চিরা। ম্যাচে নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি সি আর সেভেন। তবে তার দুর্ভাগ্য, বিরতির পর পর তার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ম্যাচের ৭৬ মিনিটে জুভেন্টাস ডিফেন্ডার এ্যালেক্স সান্দ্রোর আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ করে ফিওরেন্টিনা। ৮১ মিনিটে ক্রিশ্চিয়ানো বিরাগির ক্রস থেকে ফিওরেন্টিনার হয়ে তৃতীয় গোল করেন মার্টিন ক্যাসেরাস। ম্যাচ শেষে জুভেন্টাস কোচ আন্দ্রে পিরলো বলেন, এ পরাজয় কোনভাবেই মেনে নেয়া যায় না। ম্যাচের শুরুটাই আমাদের ভুল ছিল। এভাবে শুরু করলে সমস্যায় পড়তে বাধ্য।
×