ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সপ্তম পিচিচি ট্রফি হাতে পেয়েছেন ছয়বারের ফিফা সেরা তারকা, লা লিগায় সহজ জয় বার্সিলোনার

পেলের রেকর্ড ভেঙ্গে আবেগাপ্লুত মেসি

প্রকাশিত: ২৩:২২, ২৪ ডিসেম্বর ২০২০

পেলের রেকর্ড ভেঙ্গে আবেগাপ্লুত মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ ‘আমি যখন খেলা শুরু করেছিলাম তখন কখনই ভাবিনি কোন রেকর্ড ভাঙতে পারব। এমনকি এই ম্যাচে আমি যা (পেলের রেকর্ড) অর্জন করেছি তা কখনও স্বপ্নেও চিন্তা করিনি। এত বছর ধরে আমাকে সহযোগিতা করার জন্য সতীর্থ, পরিবার, বন্ধু ও প্রতিদিন যারা আমাকে সমর্থন করে যাচ্ছেন তাদের ধন্যবাদ জানাই’। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলের ৬৪৩ গোলের রেকর্ড ভেঙ্গে ৬৪৪ গোল করার পর কথাগুলো বলেছেন বার্সিলোনার আর্জেন্টাইন মহানায়ক লিওনেল মেসি। মঙ্গলবার রাতে স্প্যানিশ লা লিগায় স্বাগতিক রিয়াল ভায়াডোলিডকে ৩-০ গোলে হারিয়েছে সফরকারী বার্সিলোনা। ম্যাচের ২১ মিনিটে মেসির অসাধারণ ক্রসে ফরাসী ডিফেন্ডার ক্লেমেন্ট ল্যাঙ্গেলট বার্সাকে এগিয়ে দেন। ৩৫ মিনিটে সার্জিও ডেস্টের লো ক্রসে মার্টিন ব্রেথওয়েইট ব্যবধান দ্বিগুণ করেন। ৬৫ মিনিটে পেড্রির ব্যাকহিল থেকে মেসি মাইলফলক গোল আদায় করেন নেন। গোলটি করেই ক্যারিয়ারে কোন একটি নির্দিষ্ট ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ছয়বারের ফিফা সেরা তারকা। ৬৪৪টি গোল করে মেসি পেছনে ফেলেছেন তিনবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে। এর আগে গত শনিবার রাতে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে বার্সিলোনার ২-২ গোলের ড্রয়ের ম্যাচে এক গোল করে পেলেকে স্পর্শ করেছিলে মেসি। গোলগুলো করতে মেসি খেলেছেন ৭৪৭ ম্যাচ। যেখানে আরও ২৮২টি গোলে সহায়তা করেছেন। অন্যদিকে ১৯৫৬ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ১৯ মৌসুমে স্বদেশী ক্লাব সান্টোসের হয়ে পেলে করেন ৬৪৩ গোল। এই হিসেবে কালো মানিক এগিয়ে থাকছেন যোজন যোজন। তিনবার বিশ্বকাপ জেতা পেলে গোলগুলো করতে খেলেছেন মাত্র ৬৫৬ ম্যাচ। মেসির অনন্য এই রেকর্ডে ভীষণ খুশি পেলে। রেকর্ডের পর সামাজিক যোগাযোগের মাধ্যম ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, ‘আমি তোমার এই কৃতিত্বকে সম্মান জানাই। তোমার মতো আমি জানি প্রতিদিন একই জার্সি গায়ে দিয়ে নামাটা কতটা সৌভাগ্যের, কতটা আনন্দের। তোমার মতোই আমি জানি যে জায়গাটি নিজের ঘরের মতো হয়ে যায় সেখানে দীর্ঘদিন কাটিয়ে দেয়াটা কতটা আনন্দের। ঐতিহাসিক এই রেকর্ডে তোমাকে অভিনন্দন। সবমিলিয়ে বার্সিলোনায় বর্ণাঢ্য ক্যারিয়ারের জন্য তোমাকে অভিনন্দন। আমাদের মতো কোন একটি ক্লাবকে দীর্ঘদিন নিজের মধ্যে ধারণ করার ঘটনা দুর্ভাগ্যবশত এখন খুবই বিরল।’ এদিকে রেকর্ড সপ্তম পিচিচি ট্রফি হাতে পেয়েছেন মেসি। ২০১৯-২০ মৌসুমে স্প্যানিশ লা লিগায় সর্বোচ্চ গোল করায় এ ট্রফি পেয়েছেন তিনি। বার্সাকে শিরোপা জেতাতে না পারলেও লীগে সর্বোচ্চ ২৫ গোল করে সেরা হন ক্ষুদে জাদুকর। মেসি প্রথমবার পিচিচি ট্রফি পান ২০০৯-১০ মৌসুমে। এরপর ২০১১-১২, ২০১২-১৩, ২০১৬-১৭, ২০১৭-১৮ ও ২০১৮-১৯ মৌসুমে ট্রফিটি জিতেন এলএমটেন। লা লিগার ইতিহাসে মেসির চেয়ে বেশি এই ট্রফি আর কারও নেই। এ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে ১৯৪০-৫০ মৌসুম পর্যন্ত ৬টি পিচিচি জেতেন টেলমো জারা। গত মৌসুমে শীর্ষ গোলদাতা হয়ে রেকর্ডে ভাগ বসিয়েছিলেন মেসি। এবার এককভাবে নিজের করে নিয়েছেন। মেসির হাতে মর্যাদার এই ট্রফি তুলে দেন স্প্যানিশ গণমাধ্যম মার্কা’র ডিরেক্টর জুয়ান ইগনাসিও গালার্ডো। পুরস্কার পেয়ে মেসি বলেন, এই পুরস্কারের জন্য আমি মার্কাকে আবার ধন্যবাদ জানাতে চাই। ছয়টি পিচিচি জয় এবং জারার সংখ্যাকে টপকে যাওয়া অত্যন্ত সম্মানের। এই স্বীকৃতির জন্য ধন্যবাদ। অন্যদিকে ভায়াডোলিডের বিরুদ্ধে ম্যাচ শেষে বার্সা কোচ রোনাল্ড কোম্যান বলেন, আমি মেসিকে দেখে খুব খুশি। সে কঠোর পরিশ্রম করছে এবং বরাবরের মতোই আমাদের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সে আমাদের দলের প্রাণভোমরা।
×