ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে সূচক টানা তিনদিন কমল

প্রকাশিত: ২০:২৬, ২১ ডিসেম্বর ২০২০

শেয়ারবাজারে সূচক টানা তিনদিন কমল

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের মূল্য সূচকের পতন হয়েছে। এর ফলে টানা তিন দিন পতনের ধারায় থাকল দেশের শেয়ারবাজার। এই ধারাবাহিক পতনের আগে চার কার্যদিবস উর্ধমুখী ছিল শেয়ারবাজার। মূল্য সূচকের পতনের পাশাপাশি দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তার দ্বিগুণেরও বেশি। তবে লেনদেনের পরিমাণ বেড়েছে। বাজার পর্যালোচনা দেখা গেছে, আগের দুই কার্যদিবস পতন হলেও সকালে শেয়ারবাজারে শুরুটা হয়েছিল সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে। কিন্তু শেয়ার বিক্রির চাপে লেনদেনের প্রথম আধাঘণ্টার মধ্যেই শেয়ারবাজারে দরপতন ঘটতে থাকে। সেখানে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমায় প্রথম ঘণ্টাতেই ডিএসই’র প্রধান সূচক ১৭ পয়েন্ট পড়ে যায়। শেষদিকে পতনের প্রবণতা বাড়ে। এতে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৩ পয়েন্ট কমে ৫ হাজার ৭৪ পয়েন্টে নেমে গেছে। এর মাধ্যমে টানা তিন কার্যদিবসের পতনে ডিএসইর প্রধান সূচক কমল ৭২ পয়েন্ট। এই পতনের আগে টানা চার কার্যদিবসের উত্থানে সূচকটি বেড়ে ছিল ৭৭ পয়েন্ট। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে ১ হাজার ১৭০ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ১ হাজার ৭৯৪ পয়েন্টে নেমে গেছে। মূল্য সূচকের এই পতনের দিনে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৮১ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। এর বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ২১৩টি এবং ৬৪টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৮৬০ কোটি ৩২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭০৫ কোটি ৬ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৫৫ কোটি ২৬ লাখ টাকা। ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো শেয়ার। কোম্পানিটির ৬৮ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ৫৩ কোটি ৮৯ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩০ কোটি ৯০ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৭৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩০ কোটি ৬৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৪৬ প্রতিষ্ঠানের মধ্যে ৬১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৫০টির এবং ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে।
×