ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবসরে পার্থিব প্যাটেল

প্রকাশিত: ২৩:৪৫, ১০ ডিসেম্বর ২০২০

অবসরে পার্থিব প্যাটেল

স্পোর্টস রিপোর্টার ॥ ২০০২ সালে সবচেয়ে কম বয়সী (১৭ বছর ১৫৩ দিন) উইকেটরক্ষক হিসেবে ভারতের জার্সিতে টেস্ট অভিষেক হয়েছিল পার্থিব প্যাটেলের। আন্তর্জাতিক ক্রিকেটে এক দশক খেলেই যেখানে অনেকে কিংবদন্তি হয়ে যান সেখানে দীর্ঘ প্রায় ১৬ বছরের ক্যারিয়ারে মাত্র ২৫ টেস্ট, ৩৫ ওয়ানডে আর ২টি টি২০ খেলার সুযোগ পেয়েছেন গুজরাট থেকে উঠে আসা পকেট সাইজের এই ক্রিকেটার। কারণটা অনুমেয়। ভারতীয় ক্রিকেটে উইকেটের পেছনে গত দেড় দশকে দাপটটা যে ছিল কেবলই মহেন্দ্র সিং ধোনির। অবশেষে মাঠের বাইরে থেকে সকল ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ৩৫ বছর বয়সী পার্থিব। টুইটারে আবেগঘন এক স্ট্যাটাস দিয়ে অবসরের কথা জানিয়েছেন তিনি। পার্থিব ভারতের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৮ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে। অন্তর্জাতিক ক্রিকেটে তার কোন সেঞ্চুরি নেই। টেস্ট ৬ ও ওয়ানডেতে হাফ সেঞ্চুরি ৪টি। কিপিংয়ে পারফর্মেন্স মন্দ নয়, ডিসমিসাল যথাক্রমে ৭২ ও ৩৯টি। ১৯৪টি প্রথম শ্রেণীর ক্রিকেটে তার রান ১১২৪০। ১৯৩ লিস্ট ‘এ’ ম্যাচে ৫১৭২ ও ২০৪টি ক্লাব টি২০ ম্যাচে ৪৩০০ রান। ধোনির ধাক্কায় জাতীয় দলে ভিড়তে না পারলেও ঘরোয়া ক্রিকেটে বেশ সাফল্যের সঙ্গেই খেলেছেন বাঁহাতি এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
×