ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বর্ষসেরার পুরস্কার কেনিনের হাতে

প্রকাশিত: ২৩:৪২, ১০ ডিসেম্বর ২০২০

বর্ষসেরার পুরস্কার কেনিনের হাতে

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মৌসুমটা দারুণ কেটেছে সোফিয়া কেনিনের। ফেব্রুয়ারিতে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনেই বাজিমাত করেন তিনি। মেলবোর্নের শিরোপা উঁচিয়ে ধরার পর ২২ বছরের এই আমেরিকান টেনিসের তরুণ প্রতিভাবান খেলোয়াড় ফাইনাল খেলেছেন ফ্রেঞ্চ ওপেনেও। শুধু তাই নয়, চলতি বছরে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তিন গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের সবকটিতেই দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত লড়াই করেছেন। তারই পুরস্কার হিসেবে মঙ্গলবার ডব্লিউটিএ (ওমেন’স টেনিস এ্যাসোসিয়েশন) বর্ষসেরা নারী খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে সোফিয়া কেনিনের নাম। মৌসুমের শুরুতে মেলবোর্ন পার্কে অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের ফাইনালে প্রথম সেটে পিছিয়ে পড়েও সোফিয়া কেনিন ৪-৬, ৬-২, ৬-২ গেমে পরাজিত করেন স্পেনের গারবিন মুগুরুজাকে। আর তাতেই অস্ট্রেলিয়ান ওপেনের নতুন ‘রানী’ বনে যান কেনিন। সেদিন কেনিন তার ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপা জেতেন ২১ বছর ৮০ দিন বয়সে। গত ১২ বছরে এত কম বয়সে কোন প্রতিযোগীই মেলবোর্ন পার্কে ট্রফি জিততে পারেননি। এরপর ফাইনাল খেলেছেন ফ্রেঞ্চ ওপেনেও। কিন্তু এবার আর পেরে উঠতে পারেননি। রোলাঁ গ্যাঁরোয় আরেক তরুণী ইগা সুইয়াটেকের কাছে হার মানেন তিনি। সোফিয়া কেনিনকে হারিয়ে মাত্র ১৯ বছর বয়সেই প্যারিসের নতুন রানী বনে যান পোল্যান্ডের ইগা সুইয়াটেক। শুধু গ্র্যান্ডস্লাম জেতাই নয়, একইসঙ্গে একাধিক রেকর্ডও গড়েন তিনি। পোল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে মহিলা এককে গ্র্যান্ডস্লাম জেতার পাশাপাশি ১৯৯২ সালের পর কনিষ্ঠতম নারী টেনিস খেলোয়াড় হিসেবে ফরাসী ওপেন জয়েরও নজির গড়েন সুইয়াটেক। সেইসঙ্গে ২০০৭ সালে জাস্টিন হেনিনের পর কোন সেট না খুইয়ে লাল মাটির কোর্টে গ্র্যান্ডস্লাম জিতেন এই পোলিশ তারকা। পাশাপাশি চতুর্থ কনিষ্ঠ সদস্য হিসেবে রোলাঁ গ্যারোঁয় নারীদের এককে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সুইয়াটেক। ২০০৮ সালে মারিয়া শারাপোভা এবং আনা ইভানোভিচের পর এই প্রথম অনুর্ধ-২১ ফাইনাল দেখেছিল কোন গ্র্যান্ডস্লাম। এ সবের কারণে ২০২০ সালে সবচেয়ে উন্নতি করা খেলোয়াড়ের পুরস্কারটাও জিতে নেন সুইয়াটেক। গত বছরে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০-এর তালিকায় জায়গা করে নেয়া সুইয়াটেক প্যারিস ওপেনের পর চলতি মৌসুমে শীর্ষ বিশে উন্নীত হন। আর বছর শেষ করতে যাচ্ছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১৭ নম্বর খেলোয়াড় হিসেবে। ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন এবং ইগা সুইয়াটেককে এমন দুর্দান্ত পারফর্মেন্স উপহার দেয়ার পেছনে ছিলেন তার কোচ পিওত্রো সিয়ের্জপুটোওস্কি। এমন চমকপ্রদ পারফর্মেন্সের কারণে বর্ষসেরা কোচের পুরস্কারটা ওঠে তার হাতেই। মেজর কোন শিরোপার দেখা পাননি ভিক্টোরিয়া আজারেঙ্কা। তারপরও দীর্ঘসময় পর ২০২০ সালে এসে দুর্দান্ত খেলেছেন বেলারুশ সুন্দরী। যে কারণে সেরা কামব্যাক খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেনের সাবেক এই চ্যাম্পিয়ন। দীর্ঘ চার বছর পর চলতি বছরেই প্রথম কোন শিরোপার দেখা পেয়েছেন আজারেঙ্কা। সেইসঙ্গে ইউএস ওপেনের ফাইনালেও জায়গা করে নিয়েছিলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান। উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন নাদিয়া পোদোরোস্কা। আর ডাবলসের সেরা হয়েছেন ক্রিস্টিনা মাদেনোভিচ এবং তিমিয়া বাবোস।
×