ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সায়মন তারিকের মিউজিক্যাল ফিল্ম

প্রকাশিত: ২১:১০, ১ ডিসেম্বর ২০২০

সায়মন তারিকের মিউজিক্যাল ফিল্ম

স্টাফ রিপোর্টার ॥ স্বনামধন্য চিত্র পরিচালক সায়মন তারিক। চলচ্চিত্র নির্মাণ তার নেশা। তার পরিচালিত প্রথম সিনেমা ‘এ চোখে শুধু তুমি’ তাকে নির্মাতা হিসেবে পরিচিতি এনে দেয়। তারপর একে একে পরিচালনা করেন ‘গুণ্ডামী’, ‘ক্রাইম রোড’, ‘মাটির পরী’, ‘কাফেলা’সহ বেশ কিছু সিনেমা। তার বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায়। এছাড়া নির্মাণাধীন রয়েছে কিছু চলচ্চিত্র। চলচ্চিত্রের পাশাপাশি নাটকও পরিচালনা করেন। প্রথম নাটক ‘করাল থাবা’ এটিএনে প্রচার হয়। এরপর ‘আকবর ভাই ধরা খাইছে’, ‘সোনালী দিনের গল্প’সহ আরও কিছু নাটক নির্মাণ করেন তিনি। নির্মাণ করেন সমাজসচেতনতামূলক গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দৌড়’, ‘ব্যাখ্যা’, ‘নিরব কান্না’, ‘হিসেব নিকেশ’, ‘স্যালুট’ ইত্যাদি। প্রথমবারের মতো সায়মন তারিক পরিচালনা করেছে মিউজিক্যাল ফিল্ম। ‘প্রেম প্রেম লাগে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন সময়ের আলোচিত শিল্পী মোহম্মদ মিলন। সুর করেছেন মুরাদ নূর। গানের কথা লিখেছেন প্লাবন কোরেসী। মডেল হিসেবে আছেন রিপন খান, ইশরাত মুক্তা হসান, তানভীর। সায়মন তারিক জনকণ্ঠকে বলেন, চলচ্চিত্রই আমার নেশা। যতদিন বেঁচে থাকব চলচ্চিত্র নির্মাণ করব। দর্শককে ভাল চলচ্চিত্র উপহার দিয়ে যাব। কিন্তু এই প্রথমবারের মতো একটি মিউজিক্যাল ফিল্ম তৈরি করলাম। সোনারগাঁও এ গ্রামের প্রেক্ষাপটে গল্পনির্ভর এই ফিল্ম। আমি মনে করি, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের রুচির যেমন পরিবর্তন আসে তেমনি প্রত্যেক নির্মাতার দায়িত্বও বেড়ে যায়। এখন অনেক দর্শক গান চিত্রকে পছন্দ করছে। দর্শকের চাহিদার ওপর নির্ভর করে নির্মাণ করলাম গান চিত্র। আমার সব রকমের চেষ্টা দিয়ে এটি নির্মাণ করেছি, বাকিটা দর্শক দেখে বলতে পারবে। এটি বাতিঘর মুভিওয়াল চ্যানেলে দেখা যাবে।
×