ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২-০ ব্যবধানে এগিয়ে গিয়েও ৩-২ গোলে হারল এমবাপে-নেইমাররা

অপ্রতিরোধ্য পিএসজি থামল মোনাকোয়

প্রকাশিত: ০১:০১, ২২ নভেম্বর ২০২০

অপ্রতিরোধ্য পিএসজি থামল মোনাকোয়

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ লীগ ওয়ানে রোমাঞ্চকর এক জয় পেয়েছে মোনাকো। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ গোলের দারুণ এক জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। সেইসঙ্গে টানা ৮ ম্যাচ পর পরাজয়ের স্বাদ পেল পিএসজি। শুক্রবার পিএসজির বিপক্ষে জয়ের ফলে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মোনাকো। লীগ ওয়ানে দিনের আরেক ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে বোর্দো। এদিন তারা ১-০ গোলে হারিয়েছে রেনেসকে। চোট আর নিষেধাজ্ঞার কারণে চলতি মৌসুমের শুরু থেকেই দুশ্চিন্তায় রয়েছে পিএসজি। ফিটনেস সমস্যার কারণে গত সপ্তাহে ব্রাজিলের দুটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে পারেননি পিএসজির তারকা ফুটবলার নেইমার। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্সের হয়ে দুটি ম্যাচ খেলতে পারেননি পিএসজির আরেক তারকা কিলিয়ান এমবাপেও। তবে এদিন পিএসজির জার্সিতে মাঠে নেমেই বাজিমাত করেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই তারকা ফুটবলার। প্রথমার্ধের ২৫ মিনিটে এ্যাঞ্জেল ডি মারিয়ার সহায়তায় পিএসজিকে এগিয়ে দেন এমবাপে। ইউসুফ ফোফানহার বিপক্ষে রাফিনহার আদায় করা পেনাল্টি থেকে ৩৭ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ২০১৭/১৮ মৌসুমে ১৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে মোনাকো থেকে পিএসজিতে যোগ দেন এমবাপে। তার সাবেক ক্লাব মোনাকোর জালে এদিন দুইবার বল জড়ানোর ফলে পিএসজির হয়ে ৯৯তম গোল করার রেকর্ড গড়লেন এই ফরাসী তরুণ। চলতি মৌসুমে তার গোলসংখ্যা দাঁড়ালো ৯। এদিন হ্যাটট্রিক করারও দারুণ সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু বিরতির আগে তার একটি গোল অফ-সাইডের কারণে বাতিল হয়ে যায়। তারপরও উচ্ছ্বাস নিয়েই দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে সফরকারী দল পিএসজি। অন্যদিকে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে আরও বেশি সতর্ক হয়ে খেলতে থাকে স্বাগতিক শিবির। যদিওবা করোনার কারণে পিএসজির বিপক্ষে দলে ছিলেন না তাদের নির্ভরযোগ্য ফরাসী স্ট্রাইকার উইসাম বেন ইয়েডার। কিন্তু উইমাসের অনুপস্থিতি সতীর্থরা বুঝতেই দেননি এদিন। দ্বিতীয়ার্ধ শুরুর সাত মিনিটের মধ্যে জেলসন মার্টিনর্সের সহায়তায় ভোলান্ড এক গোল পরিশোধ করেন। ফ্যাব্রেগাসের ক্রসে ৬৫ মিনিটে মোনাকোকে সমতায় ফেরান ভোলান্ড। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে সমতায় ফিরে দারুণ আত্মবিশ্বাসী হয়ে ওঠে স্বাগতিক মোনাকো। ৮৪ মিনিটে পেনাল্টির সৌজন্যে পিএসজি গোলরক্ষক কেইলর নাভাসকে পরাস্ত করতে কোন ভুল করেননি চেস ফ্যাব্রেগাস। গুরুত্বপূর্ণ এই পেনাল্টির পেছনে খলনায়ক পিএসজি’র ফরাসী ডিফেন্ডার আবদু ডিয়ালো। শেষ মুুহূর্তে লালকার্ড পেলে বাকিটা সময় ১০ জন নিয়েই খেলতে হয়েছে সফরকারীদের। এর ফলে ২০১১ সালের পর এই প্রথম লীগে দুই গোলে এগিয়ে থেকে পরাজয়ের তিক্ত স্বাদ পেল থমাস টাচেলের দল। মোনাকোর কাছে হারলেও ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে পিএসজি। মোনাকোর থেকে চার পয়েন্ট এগিয়ে রয়েছে তারা। কিন্তু আগামী সপ্তাহে আরবি লিপজিগের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই পরাজয়ে কিছুটা হলেও পিছিয়ে থাকবে পিএসজি। তবে এই ম্যাচের প্রথমার্ধে এমবাপে আর মোয়েস কিনের গোল বাতিলের সিদ্ধান্তে অনেকটা হতাশ পিএসজির কোচ থমাস টাচেল। ম্যাচশেষে তিনি বলেন, ‘আমি যতটা না রাগান্বিত তার থেকেও বেশি বিস্মিত। দুই অর্ধে সম্পূর্ণ ভিন্ন দুটি দল আমি দেখেছি। প্রথমার্ধে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের কাছেই ছিল। এরপর দ্বিতীয়ার্ধে আমরা দাঁড়াতেই পারিনি। আমি শুধু বলব এই পরাজয়ের দায়ভার আমাদের সকলের।’ দারুণ এই জয়ে নিকো কোভিচের মোনাকো টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তাই স্বাভাবিকভাবেই খুশি স্বাগতিক শিবির। ম্যাচ শেষে কোচ কোভিচ বলেন, ‘দুই গোলে পিছিয়ে থেকে ৩-২ গোলে জয়ী হয়ে মাঠ ছাড়াটা সত্যিই বিশেষ কিছু।
×