ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ডিআরইউ টিটিতে রুমেলের শিরোপা অক্ষুণ্ন

প্রকাশিত: ২০:২৩, ১৬ নভেম্বর ২০২০

ডিআরইউ টিটিতে রুমেলের শিরোপা অক্ষুণ্ন

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব টেবিল টেনিসে (টিটি) চ্যাম্পিয়ন হয়েছেন দৈনিক জনকন্ঠের স্পোর্টস রিপোর্টার রুমেল খান। সোমবার পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে রুমেল দৈনিক সংগ্রামের জাফর ইকবালকে (ডিআরইউর দপ্তর সম্পাদক) ৮-১১, ১১-৫, ১২-১০ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হন। ২০১৯ সালেও এই জাফরকে হারিয়েই শিরোপা জিতেছিলেন তিনি।ডিআরউ টিটিতে এ নিয়ে ৪ বার রানারআপ হলেন তিনি (চ্যাম্পিয়ন হয়েছেন ৩ বার)। ডিআরইউ টিটিতে এটা রুমেলের তৃতীয় শিরোপা।প্রথম শিরোপা জিতেছিলেন ২০১৬ সালে, বাসসের সৈয়দ মামুনকে হারিয়ে। দৈনিক বাংলাদেশের খবরের মাহমুদুন্নবী চঞ্চল চ্যানেল আই’র তারিকুল ইসলাম মাসুমকে ২-১ সেটে হারিয়ে তৃতীয় হন। চঞ্চলকে এর আগে সেমিফাইনালে ১১-৫ ও ১১-৮ সেটে হারান রুমেল। উল্লেখ্য, একই ভেন্যুতে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির ক্রীড়া আসরের টিটির এককের ফাইনালে চঞ্চলের কাছে হেরেছিলেন রুমেল। সোমবার চঞ্চলকে হারিয়ে সেই হারের প্রতিশোধটা কড়ায়-গণ্ডায় নিলেন রুমেল! সোমবার টিটির গ্রুপ ম্যাচে (ডি) রুমেল ১১-৮, ১১-৯ পয়েন্টে মাহবুব আলম বাবুকে হারিয়ে শুভসূচনা করেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি নূরুল ইসলাম, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ মেহরাব হোসেন আসিফ ও ক্রীড়া উপ কমিটির সদস্যরা।
×