ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এক সঙ্গে দুই সিনেমা

প্রকাশিত: ২৩:৩৯, ১২ নভেম্বর ২০২০

এক সঙ্গে দুই সিনেমা

বলিউডে সচরাচর তেমনটি দেখা যায় না। এক সপ্তাহে এক দিনের ব্যবধানে কোন নায়িকার পর পর দুটি নতুন সিনোর শুভমুক্তি। সাধারণ স্বাভাবিক সময়ে হলে না হয় একটা কথা ছিল। এই করোনা মহামারীর মহা দুর্দিনে যেখানে নতুন সিনেমার মুক্তি-ই একটা চ্যলেঞ্জ! আজ ১২ নবেম্বর এবং আগামী কাল ১৩ নবেম্বর পর পর দু’দিনে দুটি নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে অনেকদিন পর হাজির হচ্ছেন বলিউডের নতুন প্রজন্মের সুন্দরী তন্বী অভিনেত্রী ফাতিমা সানা শেখ। তাকে সবাই চেনেন ‘দঙ্গল’ ছবিতে নারী কুস্তিগীর গীতা ফোগাতের ভূমিকায় রূপদানকারী অভিনেত্রী হিসেবে। ওই ছবির মাধ্যমেই দর্শক সমালোচকদের মনোযোগ আকর্ষণ করেছিলেন তিনি। ‘দঙ্গল’ ছবিতে তার বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন আমির খান। মজার ব্যাপার হলো, ফাতিমা শেখের পরের ছবি ‘থাগস অব হিন্দুস্তান’ এ সেই আমির খানের বিপরীতে আবারও থেকেছেন। এ ছবিতে অবশ্য অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফের মতো তারকা শিল্পীরাও ছিলেন। ‘দঙ্গল’ বক্স অফিস কাঁপানো ব্যবসা করলেও ফাতিমার পরের ছবি ‘থাগস অব হিন্দস্তান’ চরমভাবে ব্যর্থ হয়। এ কারণে ২৮ বছর বয়সী সুন্দরী এই অভিনেত্রী অনেকটা হতাশ হলেও হাল ছেড়ে দেননি। তার আত্মবিশ্বাস অটুট। এ সপ্তাহে এক দিনের ব্যবধানে তার দুটি নতুন সিনেমা ‘লুডো’ এবং ‘সুরুজ পে মঙ্গল ভারি’ মুক্তি পাচ্ছে। এর মধ্যে অনুরাগ বসু পরিচালিত ‘ডার্ক কমেডি ক্রাইম মুভি লুডো’ নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে আজ। এ ছবিতে একটি শহরে বসবাসকারী চারজন মানুষের গল্প তুলে ধরা হয়েছে। এখানে ফাতিমার সঙ্গে আরও আছেন অভিষেক বচ্চন, আদিত্য রায় কাপুর, সানিয়া মালহোত্রা, পঙ্কজ ত্রিপাঠি, রাজকুমার রাওয়ের মতো তারকা শিল্পীরা। ব্যতিক্রমধর্মী গল্পের এ ছবিতে ফাতিমা অভিনীত চরিত্রটিতে নানা চমক থাকছে। দর্শক এ ছবিতে ভিন্নভাবে আবিষ্কার করবেন। আগামীকাল শুক্রবার ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে এক যোগে মুক্তি পাচ্ছে ‘সুরুজ পে মঙ্গল ভারি’ ছবিটি। ১৯৮০ এর দশকের সামাজিক প্রেক্ষাপটে এ ছবির গল্প আবর্তিত হয়েছে। এখানেও প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন ফাতিমা সানা শেখ। ছবিটিতে তার সঙ্গে রয়েছেন দিলজিত দোসাঞ্জ, মনোজ বাজপেয়ীর মতো অভিনেতারা। বিয়ের পাত্র-পাত্রীদের নানা বিষয়ের সত্যতা যাচাইয়ের জন্য নিয়োজিত একজন মানুষের গল্প তুলে ধরা হয়েছে ছবিটিতে। যেখানে ফাতিমাকে একজন বিয়েযোগ্য তরুণীরূপেই দেখা যাবে। এ চরিত্রটিও তার জন্য মোটামুটি চ্যালেঞ্জিং ছিল। সাম্প্রতিক দুই ছবিতেই এই তন্বী অীভনেত্রী দর্শকদের আলোড়িত করবেন, ধারণা করা যায়। শিশু বয়সে প্রথম যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন বলে সাম্প্রতিক এক সাক্ষাতকারে অকপটে স্বীকার করে তিনি বলেন, সময় পাল্টেছে এখন মেয়েরা যথেষ্ট সচেতন নিজেদের সুরক্ষিত রাখতে তারা নানাভাবে শক্তিশালী হয়ে উঠেছে। বলিউডে ভাল সুযোগ পেতে হলে উঠতি নতুন অভিনেত্রীদের নানা ধরনের ত্যাগ স্বীকার করতে হয়, এ কথা উল্লেখ করে ফাতিমা সানা শেখ বলেন, ‘কাস্টিং কাউচের বিড়ম্বনায় আমাকেও পড়তে হয়েছে। তবে আমি নিজেকে অন্য অনেকের মতো ভোগের সামগ্রী করিনি নিজেকে যে কারণে আমাকে কিছুটা পিছিয়ে পড়তে হয়েছে বটে, তাতে আমার কোন দুঃখবোধ নেই, আমার মধ্যে কোন অপরাধবোধও নেই। আমি নিজের যোগ্যতায় কাজ পেতে চাই এবং প্রতিষ্ঠিত করতে চাই নিজেকে।’
×