ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ান শূটিং

শাকিলের রৌপ্য পদক জয়

প্রকাশিত: ২৩:৪৫, ১০ নভেম্বর ২০২০

শাকিলের রৌপ্য পদক জয়

স্পোর্টস রিপোর্টার ॥ শূটিংয়ে আবারও আশা জাগানিয়া সাফল্য এলো কমনওয়েলথ পদকজয়ী শূটার শাকিল আহমেদের হাত ধরে। করোনার কারণে যদিও সরাসরি অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না, কিন্তু বিকল্প ব্যবস্থায় অনলাইনেই প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত রবিবার ইন্দোনেশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক অনলাইন এয়ারগান ওপেন শূটিং প্রতিযোগিতায় রুপা জিতলেন বাংলাদেশ সেনাবাহিনীর শূটার শাকিল। তিনি ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ২৩৫.১ স্কোর করে রৌপ্যপদক জেতেন। একই ইভেন্টে স্বর্ণ জেতেন ইরানের জাবেদ ফারোগি (স্কোর ২৪৪.২)। বাংলাদেশের আরেক কমনওয়েলথ পদকজয়ী শূটার আব্দুল্লাহ হেল বাকী ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে চতুর্থ আর নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে সৈয়দা আতকিয়া হাসান দিশা সপ্তম হন।
×