ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কমিশনের নতুন নেতৃত্বে পুঁজিবাজার ঘুরে দাড়িয়েছে ॥ ডিসিসিআই

প্রকাশিত: ১৬:৫৮, ৩১ অক্টোবর ২০২০

কমিশনের নতুন নেতৃত্বে পুঁজিবাজার ঘুরে দাড়িয়েছে ॥ ডিসিসিআই

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন নেতৃত্বের দক্ষতার কারণে পুঁজিবাজার ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি শামস মাহমুদ। তিনি বলেন, বিএসইসির নেতৃত্বের দক্ষতার এই ধারাবাহিকতা যেন অব্যাহত রাখে। তাহলেই বাজারের দিকে ভালো ভালো কোম্পানি এগিয়ে আসবে। পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে মার্কেটে টাকা আসলে মার্কেট আরো অনেক বেশি ভালো হবে। কনিবার টুওয়ার্ডস সাসটেইনেবল ডেভেলপম্যান্ট অব ক্যাপিটাল মার্কেট শীর্ষক একটি ভার্চুয়াল সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিজম ফোরাম (সিএমজেএফ) সেমিনারটি আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ডিসিসিআই সভাপতি শামস মাহমুদ বলেন, লিস্টিংয়ের ক্ষেত্রে মিডিয়াম ও এসএমই কোম্পানি কেন আসছে না। হংকং এবং জাপানে মিডিয়াম কোম্পানিগুলো বাজারে লিস্টিং হয়ে পরে বড় আকার ধারণ করছে। কিন্তু আমাদের দেশে কোম্পানি বড় আকার ধারণ করে তারপর বাজারে লিস্টিং হচ্ছে। তিনি বলেন, ৩০ শতাংশের ১০ শতাংশ বিনিয়োগকারীদেরকে দিতে হবে যে আইন করা হয়েছে সেটা হয়তো কোম্পানি ব্যাংক থেকে লোন নিয়ে তার ক্যাটাগরি রক্ষার জন্য লভ্যাংশ দেবে। কিন্তু পরবর্তীতে ঐ কোম্পানিকে যদি ফাইন্যান্সিয়াল কোন প্রেসার দেয়া হয় তাহলে সেটা সামলানো কোম্পানির পক্ষে অনেক কঠিন হবে। বর্তমানে বিনিয়োগকারীদের লভ্যাংশের উপর ১০ শতাংশ অগ্রীম এবং কোম্পানির লভ্যাংশের উপর ২০ শতাংশ অগ্রীম কর নেয়া হয়। কোম্পানির লভ্যাংশের উপর নেয়া ২০ শতাংশ করই তাদের জন্য চূড়ান্ত করা হয়েছে, কিন্তু বিনিয়োগকারীদের অগ্রীম করের আরও ১০-২০ শতাংশ কর দিতে হয়। এ জন্য অনেক বড় বিনিয়োগকারীর লভ্যাংশের উপর আগ্রহ থাকে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার এসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোঃ ছায়েদুর রহমান। তিনি বলেন, তাই সকল বিনিয়োগকারীদের যেন লভ্যাংশের উপর আগ্রহ থাকে সেজন্য অগ্রীম ১০ শতাংশ করই চূড়ান্ত কর হিসেবে নির্ধারণ করতে হবে।
×