ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোকে ছাড়া জুভেন্টাস-বার্সিলোনা মহারণ

প্রকাশিত: ২১:৪০, ২৮ অক্টোবর ২০২০

রোনাল্ডোকে ছাড়া জুভেন্টাস-বার্সিলোনা মহারণ

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রীড়ামোদী সবাই অধীর আগ্রহে ছিলেন দুই সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির দ্বৈরথ দেখতে। কিন্তু সিআর সেভেন দ্বিতীয় দফা করোনাভাইরাস পজিটিভ হওয়ায় আপাতত হচ্ছে না ধুন্ধুমার এ দ্বৈরথ। যে কারণে আজ রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে রোনাল্ডোকে ছাড়াই স্প্যানিশ পরাশক্তি বার্সিলোনার মুখোমুখি হচ্ছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচে খেলবেন বার্সা অধিনায়ক মেসি। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে চলে আসেন রোনাল্ডো। যে কারণে গত দুই বছরে মেসি ও রোনাল্ডোর আর মুখোমুখি হওয়া হয় না। অথচ একটা সময় বছরে বেশ কয়েকবার সাক্ষাত হতো দুই মহাতারকার। এখন সেই সুযোগ খুব একটা নেই। এবার চ্যাম্পিয়ন্স লীগের ড্রয়ের পর সুযোগ এসেছে। কারণ একই গ্রুপে (জি গ্রুপ) পড়েছে রোনাল্ডোর জুভেন্টাস ও মেসির বার্সা। ড্রয়ের পর থেকেই তাই সবাই অপেক্ষায় ছিলেন দুই তারকার দ্বৈরথ দেখার। কিন্তু রোনাল্ডো না থাকায় আজ রাতে সে সুযোগ হচ্ছে না ফুটবলপ্রেমীদের। তবে আর কোন সমস্যা সামনে না আসলে ফিরতি লেগে দেখা যাবে মহারণ। আগামী ৮ ডিসেম্বর ন্যুক্যাম্পে হবে বার্সা-জুভেন্টাসের দ্বিতীয় লেগের খেলা। জাতীয় দল পর্তুগালের হয়ে উয়েফা নেশন্স লীগ খেলতে ক্লাব থেকে ছুটি নিয়েছিলেন রোনাল্ডো। তখনই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। যে কারণে এখন আছেন আইসোলেশনে। গত বৃহস্পতিবার দ্বিতীয় পরীক্ষায়ও পজিটিভ হয়েছেন তিনি। এরপর চ্যাম্পিয়ন্স লীগে রোনাল্ডোকে ছাড়াই নিজেদের প্রথম ম্যাচ জিতেছে জুভেন্টাস। কিন্তু ঘরোয়া টুর্নামেন্ট ইতালিয়ান সিরি’এ লীগে বাজে সময় কাটাচ্ছে তুরিনের ওল্ডলেডিরা। টানা তিন ম্যাচে ড্র করেছে তারা। লীগের শিরোপা ধরে রাখতে দ্রুতই ঘুরে দাঁড়ানো ছাড়া উপায় নেই জুভেন্টাসের সামনে। এ কারণে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠার পর রোনাল্ডোর জন্য নতুন পরিকল্পনা সাজাচ্ছেন জুভ কোচ আন্দ্রে পিরলো। তবে এটি অবশ্য রোনাল্ডোর জন্য পুরাতন খবর। কারণ রিয়াল মাদ্রিদে যে পজিশনে খেলতেন সিআর সেভেন, এবার জুভেন্টাসেও তাকে সে জায়গায় খেলাতে চান পিরলো। এ বিষয়ে জুভ কোচ বলেন, আমরা তাদের (রোনাল্ডো, দিবালা ও মোরাটা) আক্রমণের তিন খেলোয়াড় হিসেবে ব্যবহার করার কথা ভাবছি। যেখানে রোনাল্ডো তার চেনা সেন্টার লেফট পজিশনে খেলতে পারবে। তবে আপাতত বার্সার বিরুদ্ধে ম্যাচ নিয়েই ভাবছেন পিরলো। তিনি বলেন, ম্যাচটি অনেক কঠিন হবে সন্দেহ নেই। রোনাল্ডোকে ছাড়া খেলতে হবে। তবে ছেলেরা আশাবাদী ভাল করতে। এদিকে মেসি আছেন নিদারুণ গোল খরায়। নতুন মৌসুমে নিজের ছায়া হয়ে আছেন বার্সার আর্জেন্টাইন তারকা। অনেকে বলছেন, রোনাল্ডো লা লিগা ছাড়ার পর থেকেই গোল কমতে শুরু করেছে মেসির। পরিসংখ্যানও অবশ্য এ সাক্ষ্য দিচ্ছে। রোনাল্ডো লা লিগা ছেড়ে যাওয়ার পর এ পর্যন্ত যতগুলো এল ক্লাসিকো মাঠে গড়িয়েছে কোনটিতেই গোল করতে পারেননি মেসি। সর্বশেষ গত শনিবারও নিজেদের মাঠ ন্যুক্যাম্পে রিয়লের বিরুদ্ধে নিষ্প্রভ ছিলেন এলএম টেন। ম্যাচে রিয়ালের কাছে ৩-১ গোলে হেরেছে বার্সিলোনা। সর্বশেষ রিয়ালের বিরুদ্ধে মেসি গোল পেয়েছিলেন ২০১৭-১৮ মৌসুমের ফিরতি লেগের ম্যাচে। ওই ম্যাচটি ছিল লা লিগার সেই মৌসুমের ৩৬তম রাউন্ডের খেলা। ২-২ গোলে ড্র হয়েছিল ম্যাচটি। ওই ম্যাচে খেলেছিলেন রোনাল্ডোও। তবে এসব নিয়ে আপাতত ভাবছেন না বার্সা কোচ রোনাল্ড কোম্যান। তুরিনে ভাল করতে মুখিয়ে আছে তার দল। বার্সা বস বলেন, আমরা জয়ের লক্ষ্যেই তুরিন এসেছি। আশা করছি সবাই অবদান রাখতে পারবে।
×