ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এ সরকারের বিরুদ্ধে ডু অর ডাই লড়াই করতে হবে- নজরুল

প্রকাশিত: ১৭:৫৫, ২৪ অক্টোবর ২০২০

এ সরকারের বিরুদ্ধে ডু অর ডাই লড়াই করতে হবে- নজরুল

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকার দেশে গণতন্ত্র ধ্বংস করেছে অভিযোগ করে বিএনপির নেতাকর্মীদেও উদ্দেশ করে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এ সরকারের বিরুদ্ধে ‘ডু অর ডাই’ লড়াই করতে হবে। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে লেবার পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দলীয় নেতাকর্মীদেও উদ্দেশে নজরুল ইসলাম বলেন, আজকে আমাদের ক্ষমতার ইকোয়েশন কষার সময় নেই। কারণ, আগে দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। যদি দেশে গণতন্ত্র থাকে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি তাহলে আমরা যারা রাজনীতি করি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারবো। তাই সবাই লড়াই করার প্রস্তুতি নিন। সরকারের উন্নয়ন কর্মকান্ডের সমালোচনা করে নজরুল বলেন, দেশের মাত্র ৫ ভাগ মানুষের হাতে ৯৫ ভাগ সম্পদ। কাজেই উন্নয়ন এই উন্নয়ন কার? এই উন্নয়ন ওই ভাগ্যবান শতকরা ৫ ভাগ মানুষের। তিনি বলেন, দেশে দারিদ্র বাড়ছে, দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে, বেকারত্ব বাড়ছে, ভূমিহীন মানুষের সংখ্যা বাড়ছে। তাহলে উন্নয়নটা কোথায়? নজরুল বলেন, এশিয়ার ৩০টা দেশের একটা জরিপ রিপোর্টে বলা হয়েছে কোন দেশের মানুষ কতটা সুখী সেই তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬। অর্থাৎ এশিয়ায় মাত্র ৪টা দেশ বাংলাদেশের চেয়ে কম সুখী । তাহলে আমাদেও দেশের যে উন্নয়নের কথা বলা হয় তা তো দেশের জনগনকে সুখ, শান্তি ও নিরাপত্তা দিতে পারছে না। এ অবস্থার অবসানে সবাইকে বর্তমান সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। লেবার পার্টিও চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির( কাজী জাফর) ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা জামাল হায়দার, জামায়াতের কর্মপরিষদ সদস্য আবদুল হালিম, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন প্রমুখ।
×