ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চারদিন পর শেয়ারবাজারে সূচক কমল

প্রকাশিত: ১৮:১২, ২১ অক্টোবর ২০২০

চারদিন পর শেয়ারবাজারে সূচক কমল

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শুরুতে উত্থান থাকলেও মাত্র আধা ঘন্টার পর শেয়ার বিক্রির চাপে নামতে থাকে সূচক। তবে শেষ দিকে ঘুঁড়ে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্যাহত হয় বাজার। এরই ধারাবাহিকতায় টানা চার কার্যদিবস উত্থানের পর মূল্য সংশোধনের কবলে বাজার। বুধবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। দিন শেষে ডিএসইতে লেনদেন কমেছে ৫৯ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার টাকা। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে লেনদেন শুরুর পর সব ধরনের কোম্পানির দর বাড়লেও বিমা খাতের কোম্পানির প্রতি আগ্রহ ছিল বেশি। তালিকাভুক্ত বিমা কোম্পানিগুলোর আগের তুলনায় মুনাফা বাড়ার কারণে খাতটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল। সারাদিনে ওঠানামা শেষে ডিএসইর সার্বিক সূচকটি আগের দিনের চেয়ে দশমিক ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯১৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১১৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৯৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৫৫ কোটি ২৫ লাখ ৪৫ হাজার টাকা। এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৯১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ১১৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৬৯৪ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৯১৫ কোটি ৫ লাখ ১৪ হাজার টাকা। সে হিসেবে ডিএসইতে লেনদেন কমেছে ৫৯ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার টাকা। এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪৩১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৫টি কোম্পানির ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৩ কোটি ৪২ লাখ ১৮ হাজার টাকা।
×