ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লোকসানের বিপরীতে আইসিবির প্রভিশনিংয়ের সময় বাড়ল

প্রকাশিত: ২২:৩২, ১৬ অক্টোবর ২০২০

লোকসানের বিপরীতে আইসিবির প্রভিশনিংয়ের সময় বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে নিজস্ব পোর্টফোলিওতে ধারণকৃত শেয়ারের পুনর্মূল্যায়নজনিত অনাদায়ী ক্ষতির বিপরীতে রক্ষিতব্য প্রভিশন সংরক্ষণের ঐচ্ছিক সুবিধার সময় বৃদ্ধি অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। জানা গেছে, আইসিবির শেয়ারবাজারে বিনিয়োগ, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে কমিশন কর্তৃক আইসিবির আবেদন বিবেচনার পরিপ্রেক্ষিতে তাদের নিজস্ব পোর্টফোলিওতে ধারণকৃত শেয়ারের পুনর্মূল্যায়ন জনিত অনাদায়ী ক্ষতির বিপরীতে রক্ষিতব্য প্রভিশন সংরক্ষণের ঐচ্ছিক সুবিধা কেবলমাত্র ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত বছর পর্যন্ত সময় প্রদানের বিষয়টি অনুমোদিত হয়েছে।
×