ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুইয়াটেকের উন্নতি, অপরিবর্তিত শীর্ষ তিন

প্রকাশিত: ২৩:৪০, ১৫ অক্টোবর ২০২০

সুইয়াটেকের উন্নতি, অপরিবর্তিত শীর্ষ তিন

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র ১৯ বছর বয়স। এই বয়সেই বর্তমান বিশ্ব টেনিসের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ইগা সুইয়াটেক। ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। মোটেও চাট্টিখানি কথা নয়। ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয়ের পর তার র‌্যাঙ্কিংয়েও ব্যাপক উন্নতি হয়েছে পোলিশ তারকার। সর্বশেষ প্রকাশিত ডব্লিউটিএ বিশ^ র‌্যাঙ্কিংয়ে ৩৭ ধাপ উপরে উঠে এসেছেন তিনি। বর্তমানে ১৭তম স্থানে অবস্থান করছেন পোলিশ টেনিসের তরুণ প্রতিভাবান খেলোয়াড় ইগা সুইয়াটেক। গত মে মাসেই ১৮ বছর অতিক্রম করেছেন ইগা সুইয়াটেক। আর চলতি সপ্তাহেই ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপা জয়ের রেকর্ড গড়লেন তিনি। শনিবার ফরাসী ওপেনের ফাইনালে আমেরিকান তারকা সোফিয়া কেনিনকে সরাসরি সেটে পরাজিত করে নতুন ইতিহাস গড়েন তিনি। প্রথমবারের মতো পোল্যান্ডের কোন খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্লাম জয়ের কৃতিত্ব দেখিয়েছেন তিনি। সেই প্রভাব পড়েছে তার র‌্যাঙ্কিংয়ে। যদিওবা ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তিন খেলোয়াড় এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছেন। কোভিড-১৯ শঙ্কার কারণে রোঁলা গাঁরো থেকে নাম প্রত্যাহার করে নেয়ার পরও শীর্ষ স্থানটি যথারীতি ধরে রেখেছেন অস্ট্রেলিয়ান তারকা এ্যাশলে বার্টি। ফ্রেঞ্চ ওপেনের সাবেক চ্যাম্পিয়নের রেটিং পয়েন্ট ৮৭১৭। এই ইভেন্টে খেলেছেন সিমোনা হ্যালেপ। কিন্তু দুর্ভাগ্য তার। ফরাসী ওপেনের চতুর্থ রাউন্ড থেকেই ছিটকে যান রোমানিয়ান তারকা। পোল্যান্ডের ইগা সুইয়াটেকের কাছে ৬-১ এবং ৬-২ ব্যবধানে বিধ্বস্ত হয়ে লজ্জাজনকভাবে ছিটকে পড়েন রোঁলা গ্যাঁরো থেকে। অথচ প্যারিসের আগে দুর্দান্ত ফর্মে ছিলেন সিমোনা হ্যালেপ। দুবাই চ্যাম্পিয়নশিপ, প্রাগ ওপেনের পর রোম ওপেনেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ২৮ বছরের এই তারকা। কিন্তু ফ্রেঞ্চ ওপেনে নিজের পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। রোমানিয়ান তারকা সিমোনা হ্যালেপের রেটিং পয়েন্ট ৭২৫৫। প্যারিসে খেলেননি নাওমি ওসাকাও। যদিওবা তার আগে ইউএস ওপেনে ঠিকই বাজিমাত করেন জাপানের তরুণ প্রতিভাবান এই খেলোয়াড়। অসাধারণ খেলেই ইউএস ওপেনের চ্যাম্পিয়ন হন তিনি। যে কারণেই তার অবস্থানও অপরিবর্তিত। তিন নম্বরে থাকা জাপানী তারকা নাওমি ওসাকার রেটিং পয়েন্ট ৫৭৮০। এরপর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালিস্ট সোফিয়া কেনিন রয়েছেন চতুর্থ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৫৭৬০। শীর্ষ পাঁচে রয়েছেন এলিনা সিতলিনা (৫২৬০)। এছাড়া শীর্ষ দশে রয়েছেন যথাক্রমে ক্যারোলিনা পিসকোভা (৫২০৫), বিয়াঙ্কা আন্দ্রেস্কু (৪৫৫৫), পেত্রা কেভিতোভা (৪৫১৬) কিকি বার্টেন্স (৪৫০৫) এবং সেরেনা উইলিয়ামস (৪০৮০)।
×