ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ঢাবি ছাত্রী ধর্ষণ মামলায় দুজন গ্রেফতার

প্রকাশিত: ১৬:০৩, ১২ অক্টোবর ২০২০

ঢাবি ছাত্রী ধর্ষণ মামলায় দুজন গ্রেফতার

অনলাইন রিপোর্টার ॥ ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে দায়ের করা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর মামলায় দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ‌। এরা হলেন- সাইফুল ইসলাম ও নাজমুল হুদা। দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা সরকারি চাকরিতে কোটা তুলে দেওয়ার দাবিতে গড়ে ওঠা আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতা। গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার রাজিব আল মাসউদ বলেন, রবিবার রাতে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর করা মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। নারী ও শিশু নির্যাতন, অপহরণ করে ধর্ষণ ও সামাজিক যোগাযোগে মাধ্যমে চরিত্র হননের অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে ২১ সেপ্টেম্বর ওই ছাত্রী মামলা করেছেন। এই মামলায় ৪ নম্বর আসামি সাইফুল ও ৫ নম্বর আসামি নাজমুল। এ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরও এই মামলার আসামি। ঢাবির ওই শিক্ষার্থী ২০ সেপ্টেম্বর লালবাগ থানায়ও তাদের বিরুদ্ধে একটা মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের দাবিতে রাজু ভাস্কর্য অনশন করতে গিয়ে অসুস্থ হয়েছিলেন সেই ছাত্রী। শাহবাগে ও জাতীয় প্রেসক্লাবে ধর্ষণবিরোধী বিভিন্ন কর্মসূচিতে ছাত্র পরিষদের নেতাদেরকে দেখা গিয়েছিল। ধর্ষণ মামলার আসামী হওয়ার পরেও তাদেরকে গ্রেফতার না করায় আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনার মুখে পড়েছিল। তবে দুজনকে কত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে তা জানাতে পারেননি পুলিশ কর্মকর্তারা রাজীব আল মাসুউদ।
×