ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

করোনার কারণে এ বছর হচ্ছে না আবুধাবি টি-১০ লিগ

প্রকাশিত: ১৪:৫৭, ১০ অক্টোবর ২০২০

করোনার কারণে এ বছর হচ্ছে না আবুধাবি টি-১০ লিগ

অনলাইন ডেস্ক ॥ আবুধাবি টি-১০ লিগ করোনাভাইরাস মহামারীর কারণে পিছিয়ে গেল। টি-১০ লিগ চলতি বছরের নবেম্বরে মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু করোনার কারণে আইপিএল পিছিয়ে যাওয়ায় সাংঘর্ষিক হয়ে গেছে টি-১০ লিগ। সে কারণে এ বছর আর হচ্ছে না এই লিগ। নবেম্বরের পরিবর্তে ২০২১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে হবে এই লিগ। শনিবার আয়োজকরা এমনটাই জানিয়েছেন। এ বিষয়ে আবুধাবি স্পোর্টস কাউন্সিলের সাধারণ সম্পাদক আরেফ আল আওয়ানি বলেছেন, টি-১০ লিগ দ্রুতগতির ও উত্তেজনাপূর্ণ লিগ। এটা দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে। দর্শকদের সম্পৃক্ত করতে পেরেছে। আমরা অত্যন্ত আনন্দিত যে ২০২০ সালের আসরটি নতুন বছরের শুরুতে অনুষ্ঠিত হবে।’ আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আট দলের অংশগ্রহণে হবে ২০২১ টি-১০ লিগ। ২৯ ম্যাচের এই লিগ মাঠে গড়াবে ২৮ জানুয়ারি। আর শেষ হবে ৬ ফেব্রুয়ারি। টি-১০ লিগের তৃতীয় আসরে খেলেছিলেন লাসিথ মালিঙ্গা, ইয়ান মরগান, হাশিম আমলা ও শহিদ আফ্রিদির মতো বড় বড় তারকারা। ২০২১ সালেও যে বড় বড় তারকারা অংশ নিবেন সেটা অনুমেয়।
×