ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইপিএলে ধোনির আরেকটি ‘সেঞ্চুরি’

প্রকাশিত: ২৩:২৪, ৬ অক্টোবর ২০২০

আইপিএলে ধোনির আরেকটি ‘সেঞ্চুরি’

স্পোর্টস রিপোর্টার ॥ উদ্বোধনী ম্যাচে ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে উড়িয়ে দিয়ে আমিরাতে এবারের আইপিএল মিশন শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। ‘অধিনায়ক’ হিসেবে আইপিএলে সেটি ছিল মহেন্দ্র সিং ধোনির ১০০তম জয়। এরপর টানা তিন হারে অনেকটা কোণঠাসা হয়ে পড়ে সিএসকে। দুবাইয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ১০ উইকেটের বড় জয়ে ঘুরে দাঁড়ানোর দিনে আরও একটি ‘সেঞ্চুরির’ দেখা পেয়েছেন ক্যাপ্টেন কুল মাহী। এবার ‘উইকেটরক্ষক’ হিসেবে ছুঁয়েছেন ১০০ ক্যাচের মাইলফলক। দীনেশ কার্তিকের পর মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে এ কীর্তি গড়েছেন চেন্নাই ক্যাপ্টেন ধোনি। ১৮তম ওভারের বল করছিলেন শার্দুল ঠাকুর, দ্বিতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল। গ্লাভসবন্দী করতে এতটুকু ভুল করেননি চেন্নাই অধিনায়ক। আইপিএলের ইতিহাসে মাত্র দ্বিতীয় ‘উইকেটরক্ষক’ হিসেবে ক্যাচের সেঞ্চুরিপূর্ণ করেন ধোনি। তার আগে আইপিএলে উইকেটরক্ষক হিসেবে ১০০ ক্যাচ নিয়েছেন কেবল কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক দীনেশ কার্তিক। ধোনি অবশ্য ক্রিকেটার হিসেবে আইপিএলে মুম্বাইর বিপক্ষে ম্যাচেই ১০০ ক্যাচ (উইকেটকিপার ও সাধারণ ফিল্ডার হিসেবে) ধরার রেকর্ড গড়েছিলেন। কারণ আইপিএল ক্যারিয়ারে ফিল্ডার হিসেবে ধোনি এর আগে চারটি ক্যাচ নিয়েছিলেন।
×