ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আসছে ‘পুজো বাড়ির গান’

প্রকাশিত: ২৩:২৩, ৫ অক্টোবর ২০২০

আসছে ‘পুজো বাড়ির গান’

সংস্কৃতি ডেস্ক ॥ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। প্রতি বছর পূজা ঘিরে ব্যাপক আয়োজন থাকলেও করোনা ভাইরাসরে কারণে এবার কিছুটা ভিন্নতা আসছে। গত কয়েক বছর যাবত বাংলাদেশে খুবই আড়ম্বরপূর্নভাবে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হয়ে আসছে। এ বছর সেটা আদৌ সম্ভব কিনা এ নিয়ে সবার মনেই আছে সংশয়! তবে পূজার আনন্দকে আরও বাড়িয়ে দিতে বিশ্বরঙের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা নির্মাণ করেছেন ‘পুজো বাড়ির গান’ শিরোনামের একটি মিউজিক ভিডিও। যেখানে পুজো বাড়ির আনন্দ-উল্লাস, আবেগ-অনুভূতি, পরিবারের সব বয়সী মানুষের ধর্মীয় ভাবাবেগ, স্রষ্টার প্রতি আরাধনার বিভিন্ন রূপ প্রকাশ পেয়েছে এক অনন্য শিল্প মাত্রায়। মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন বিপ্লব সাহা, চিত্রনায়ক শিপন ও সাঞ্জু জন সহ আরও অনেকে। জানা গেছে, ভিডিওটি ধারণ করতে সহযোগিতা করেছে ঢাকেশ্বরী মন্দির কর্তৃপক্ষ। আগামী ৬ অক্টোবর বিশ্বরঙ বনশ্রী শাখায় এক আড়ম্বরপূর্ণ আয়োজনে মিউজিক ভিডিওটি ইউটিউবে মুক্তি পাবে। ‘পুজো বাড়ির গান’র মিউজিক ভিডিও পরিচালনা ও গানের কথা লিখেছেন বিপ্লব সাহা। সুর ও সংগীত করেছেন উজ্জ্বল সিনহা এবং প্রোডাকশন করেছে কল্পলোক ক্রিয়েটিভ ফ্যাক্টরি।
×