ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সেরা সঙ্গীতশিল্পীর সম্মাননা পেলেন আসিফ আকবর

প্রকাশিত: ২৩:২২, ৫ অক্টোবর ২০২০

সেরা সঙ্গীতশিল্পীর সম্মাননা পেলেন আসিফ আকবর

স্টাফ রিপোর্টার ॥ ৭ম বিএমজেএ ‘মিউজিক এ্যাওয়ার্ড-২০১৯’-এ সেরা সঙ্গীতশিল্পী হিসেবে সম্প্রতি জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর নাম ঘোষণা করে বাংলাদেশ মিউজিক জার্নালিস্ট এ্যাসোসিয়েশন (বিএমজেএ)। ইথুন বাবুর কথা ও সুরে এবং ইবি এ্যান্ড রোজেনের সঙ্গীত পরিচালনায় ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত আসিফ আকবরের গাওয়া ‘চুপচাপ কষ্টগুলো’ গানটির জন্য তাকে সেরা সঙ্গীতশিল্পীর পুরস্কারে ভূষিত করা হয়। আর এই পুরস্কারের ক্রেস্ট ও সার্টিফিকেট গত ৩ অক্টোবর শনিবার রাতে আসিফ আকবরের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান আর্ব’র কার্যালয়ে তার হাতে তুলে দেন বিএমজেএ’র অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত ও সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রিজভী। সেরা সঙ্গীতশিল্পীর ক্রেস্ট ও সার্টিফিকেট হাতে পেয়ে সঙ্গীতশিল্পী আসিফ আকবর বিএমজেএ-কে ধন্যবাদ জানান। এছাড়া তিনি তার শ্রোতা ও ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানান। আগামীতেও তিনি যেন গান গেয়ে এভাবেই সকলের মন জয় করতে পারেন সেজন্যও সকলের দোয়া ও ভালবাসা কামনা করেন। বিএমজেএ’র অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত আসিফ আকবরকে ধন্যবাদ জানান ও তার সুস্বাস্থ্য কামনা করেন। পুরস্কার প্রদানের সময় বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাবেক অর্থ সম্পাদক ও সাপ্তাহিক ‘বলা না বলা’র নির্বাহী সম্পাদক নবীন হোসেন উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, করোনা সংক্রমণের কারণে এবার প্রথাগতভাবে সরাসরি মঞ্চে পুরস্কার ঘোষণা ও প্রদানের বদলে বিএমজেএ প্রথমবারের মতো অনলাইনে পুরস্কার ঘোষণা করে ও পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট পৌঁছে দেয়।
×