ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পোশাক খাতের বিকাশে কাজ করবে ভারত-বাংলাদেশ

প্রকাশিত: ২১:১৩, ৪ অক্টোবর ২০২০

পোশাক খাতের বিকাশে কাজ করবে ভারত-বাংলাদেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ও ভারতের টেক্সটাইল এবং পোশাক খাতের সমন্বয় বিকাশে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিকে (সিআইআই) সহায়তা করবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)। এফবিসিসিআই ও সিআইআইয়ের যৌথ উদ্যোগে বুধবার ‘ইন্ডিয়া-বাংলাদেশ ভার্চুয়াল কনফারেন্স অন টেক্সটাইল এ্যান্ড এ্যাপারেল সেক্টর’ শীর্ষক অনলাইন সম্মেলনে এ কথা জানানো হয়। যৌথ উদ্যোগে আয়োজিত ক্লাউড সম্মেলনে চলমান সমস্যা এবং সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এ্যান্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি রুবানা হক, ভারতের টেক্সটাইল মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি, ভারতের টেক্সটাইল মন্ত্রণালয়ের সেক্রেটারি রবি কাপুর, কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জী, সিআইআইয়ের টেক্সটাইল ও এ্যাপারেল বিষয়ক জাতীয় কমিটির চেয়ারম্যান দিলীপ গৌর, এফবিসিসিআইয়ের সহসভাপতি মোঃ সিদ্দিকুর রহমান এবং সিআইআইয়ের টেক্সটাইল ও এ্যাপারেল বিষয়ক জাতীয় কমিটির কো-চেয়ারম্যান কুলিন লালভাই। এফবিসিসিআই সহসভাপতি বলেন, বস্ত্র ও পোশাক শিল্প আমাদের পুরনো ঐতিহ্যের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ এবং ভারত উভয় দেশই এ খাতে যে দক্ষতা অর্জন করেছে তা কাজে লাগিয়ে যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলারের পোশাকের বাজার গ্লোবাল ভ্যালু চেনে নিয়ে আসার উদ্যোগ নিতে পারে। ২০১৯-২০ অর্থবছরে ভারতে বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল পণ্যের রফতানি মূল্য ৪২১ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বিশ্বব্যাপী নতুন করে সাজানো ভ্যালু চেন, বাজার এবং ভোক্তার আগ্রহ বিবেচনা করে আমরা ভারতের বাজারে ১.২ বিলিয়নেরও অধিক সংখ্যক গ্রাহক বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি।
×