ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জমে উঠেছে প্রচারণা-কাল সাজেক্রিসের নির্বাচন

প্রকাশিত: ২২:২০, ২১ সেপ্টেম্বর ২০২০

জমে উঠেছে প্রচারণা-কাল সাজেক্রিসের নির্বাচন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জমে উঠেছে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার (সাজেক্রিস) নির্বাচন। আগামীকাল অনুষ্ঠিত নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। ক্লাবগুলোতে বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচনে দুটি প্যানেল রয়েছে। একদিকে আছেন বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খানের নেতৃত্বে স্বাধীনতা ক্লাব ঐক্য পরিষদ। অপরদিকে সাবেক ছাত্রদল নেতা একেএম আনিসুর রহমানের নেতৃত্বে জেলা ক্লাব ঐক্য পরিষদ। দুটি প্যানেলকে ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ পরোক্ষভাবে সমর্থন দিচ্ছেন। তবে স্বাধীনতা ক্লাব ঐক্য পরিষদের প্রার্থীরা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সমর্থিত। স্বাধীনতা ক্লাব ঐক্য পরিষদের প্যানেলকে সমর্থন দিচ্ছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। স্বাধীনতা ক্লাব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী বদরুল ইসলাম খান ১৯৭১ সালের ৭ ডিসেম্বর তৎকালীন মহকুমাকে পাক হানাদারমুক্ত করে সাতক্ষীরা শহরের ডাকবাংলোয় প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনকারীদের একজন। ইতোমধ্যে সাতক্ষীরার ৫০টি ক্লাব স্বাধীনতা ক্লাব ঐক্য পরিষদের সান্টু, আশু, মুজিবর, মেহেদী, বদু পরিষদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। অপরদিকে জেলা ক্লাব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী একেএম আনিসুর রহমান সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদকের দায়িত্বে ছিলেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাতক্ষীরা জেলা অফিসার্স ক্লাবে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটারদের গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত হবে আগামী চার বছরের কার্যনির্বাহী পরিষদ।
×