ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ক্যারির ক্যারিয়ারে ইউটার্ন

প্রকাশিত: ২৩:৩৫, ২০ সেপ্টেম্বর ২০২০

ক্যারির ক্যারিয়ারে ইউটার্ন

স্পোর্টস রিপোর্টার ॥ অবিশ্বাস্য, অনবদ্য কোন প্রশংসাই এ্যালেক্স ক্যারির জন্য যথেষ্ট নয়। শেষ ম্যাচে অসারধারণ জয়ে দীর্ঘদিন পর ইংল্যান্ড থেকে ওয়ানডেতে সিরিজ জয়ের (২-১) সাফল্য নিয়ে ফিরেছে অস্ট্রেলিয়া। ইংলিশদের ৩০২ রানের জবাব দিতে নেমে এক পর্যায়ে ৭৩ রানেই ৫ উইকেট হারিয়ে বসেছিল সফরকারীরা। ততক্ষণে সাজঘরে ডেভিড ওয়ার্নার, এ্যারন ফিঞ্চ, মারনাস লাবুশেনের মতো পরীক্ষিত সব ব্যাটসম্যান। সেই ম্যাচ অস্ট্রেলিয়া ২ বল হাতে রেখে ৩ উইকেটে জিতে নেবে কে-ই বা ভেবেছিল? জোড়া সেঞ্চুরিতে অবিশ্বাস্য সেই কাজটাই করেছেন এ্যালেক্স ক্যারি (১০৬) ও গ্লেন ম্যাক্সওয়েল (১০৮)। ২০১৮ সালে জাস্টিন ল্যাঙ্গার প্রধান কোচের দায়িত্ব নেয়ার পর দু’জন করে সহ-অধিনায়ক বাছাই করেন। যেখানে ওয়ানডে ও টি২০তে অধিনায়ক এ্যারন ফিঞ্চের সহকারী ছিলেন প্যাট কামিন্স ও এ্যালেক্স ক্যারি। কিন্তু ব্যাট হাতে টানা ব্যর্থতায় ইংল্যান্ড সফরের আগে সহ-অধিনায়কত্ব হারান ক্যারি। হতাশা প্রকাশ করলেও তখন বলেছিলেন, মাঠের পারফর্মেন্স দিয়েই সবকিছু বদলে দিতে চান। সিরিজ নির্ধারণী ম্যাচে ১১৪ বলে ৭ চার ও ২ ছক্কায় ১০৬ রানের অনবদ্য ইনিংসের পর সেটাই হচ্ছে।
×