ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইরানবিরোধী নিষেধাজ্ঞা

আবার আমেরিকার বিরোধিতায় তিন ইউরোপীয় দেশ

প্রকাশিত: ১১:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০২০

আবার আমেরিকার বিরোধিতায় তিন ইউরোপীয় দেশ

অনলাইন ডেস্ক ॥ ‘ইউরোপীয় ত্রয়ী’ হিসেবে পরিচিত তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি আবারো ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের মার্কিন প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে। ওই তিন দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে লেখা এক যৌথ চিঠিতে তাদের এ বিরোধিতার কথা ঘোষণা করে। চিঠিতে বলা হয়, আগামী ২০ সেপ্টেম্বরের পরেও জাতিসংঘের ইরানবিরোধী নিষেধাজ্ঞাগুলো আগের মতোই স্থগিত থাকবে এবং তা পুনর্বহাল হবে না। এতে আরো বলা হয়, নিষেধাজ্ঞা পুনর্বহালের যেকোনো প্রচেষ্টা হবে বেআইনি এবং তা কেউ মেনে চলতে বাধ্য থাকবে না। চিঠিতে ‘ইউরোপীয় ত্রয়ী’ ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় অটল থাকার সংকল্প ব্যক্ত করেছে। ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে অনুমোদন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবে বলা হয় ইরান এই সমঝোতা লঙ্ঘন করলে ছয় জাতিগোষ্ঠীর যেকোনো দেশ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন জানাতে পারবে এবং ওই আবেদনের ঠিক একমাস পর স্বয়ংক্রিভাবে ওই নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে।এখানে নিরাপত্তা পরিষদের কোনো স্থায়ী সদস্যদেশ ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারবে না বরং ভেটোর উল্টো প্রক্রিয়া কার্যকর হবে। আমেরিকা গত ২০ আগস্ট ইরানের বিরুদ্ধে ঠিক এই প্রক্রিয়া শুরু করার আবেদন জানায়। কিন্তু বাস্তবতা হচ্ছে দেশটি ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে জাতিসংঘের ২২৩১ নম্বর প্রস্তাব থেকেও বেরিয়ে গেছে এবং এর কোনো ধারা বাস্তবায়নের অধিকার তার নেই। ইউরোপীয় ত্রয়ীর পাশাপাশি চীন এবং রাশিয়াও একই কথা বলে ইরানোর পক্ষে শক্ত অবস্থান নিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ২০ সেপ্টেম্বর ইতিহাসের পাতায় ইরানের মোকাবিলায় আমেরিকার আরেকটি পরাজয় লিপিবদ্ধ হতে যাচ্ছে।
×