ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শরীরের ‘সাইটোকাইন’ করোনায় মৃত্যু ঝুঁকি বাড়ায়

প্রকাশিত: ২৩:৫৭, ১৭ সেপ্টেম্বর ২০২০

শরীরের ‘সাইটোকাইন’ করোনায় মৃত্যু ঝুঁকি বাড়ায়

করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুর অন্যতম কারণ শরীরে ‘সাইটোকাইন’ নামক রাসায়নিক পদার্থ। মানুষের দেহে অতিরিক্ত সাইটোকাইনের উপস্থিতি প্রদাহজনিত রোগগুলোকে আরও বাড়িয়ে তোলে এবং নানা জটিল অসুখের সৃষ্টি করে। ফলে এই রাসায়নিক পদার্থ করোনায় আক্রান্ত রোগীদের মৃত্যু ঝুঁকি অনেকাংশে বাড়ায়। আমেরিকার ‘জার্নাল অব মেডিক্যাল এ্যাসোসিয়েশনে’ প্রকাশিত গবেষণায় বিশেষজ্ঞরা এ তথ্য জানিয়েছেন। খবর সায়েন্স ডেইলি অনলাইনের। জানা গেছে, মার্কিন গবেষকদের এই দাবিকে চিকিৎসক মহল শতভাগ মানলেও বিশ্বেই করোনার চিকিৎসার ক্ষেত্রে এই প্রোটোকলটি গ্রহণ করা হয়েছিল। তবে নেদারল্যান্ডসের কোভিড-১৯ রোগীদের উপর করা এই সংক্রান্ত গবেষণায় বিপরীত ফলও মিলেছে। যদিও এতদিন মনে করা হচ্ছিল এই সাইটোকাইন এমন একক রাসায়নিক উপাদান, যা মানব শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং ইমিউনিটি সিস্টেমকে আরও শক্তিশালী করে তোলে। তবে বিশেষজ্ঞরা সম্প্রতি ব্যতিক্রমী তথ্য দিয়েছেন বলেছেন ‘সাইটোকাইন’ নাম পদার্থই করোনা আক্রান্ত রোগীদের মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দেয়। পৃথিবীজুড়ে অব্যাহত করোনা মহামারী। মরণ ব্যাধির থাবায় প্রতিদিনই হু-হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। অদৃশ্য ব্যাধিতে যখন পর্যদস্তু জনজীবন, ঠিক তখনই একদল বিজ্ঞানী নতুন করে এই আশঙ্কার কথা শোনালেন। তবে গবেষকরা আরও জানিয়েছেন, সাইটোকাইনের মতো এ্যান্টি সাইটোকাইন করোনার মতো গুরুতর রোগের চিকিৎসার ক্ষেত্রে অনেক উপকারী হতে পারে। এছাড়াও এটি কোভিড-১৯ পজিটিভ রোগীদের সুস্থ করতে তুলতে এবং তুলনামূলকভাবে মৃত্যুর হার হ্রাস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর আগে আমেরিকান মেডিক্যাল এ্যাসোসিয়েশন জার্নাল নেটওয়ার্কে প্রকাশিত সমীক্ষায় দেখা গেছে, করোনা রোগের সঙ্গে সাইটোকাইন সরাসরি জড়িত নয়। গবেষকরা কোভিড-১৯ রোগী এবং একদল অন্যান্য রোগীর সঙ্গে প্রদাহজনক সাইটোকাইনের মাত্রার তুলনা করেছেন। কোভিড-১৯ রোগীদের মধ্যে অন্যের তুলনায় তারা সাইটোকাইনের কোন প্রমাণ খুঁজে পাননি।
×