ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ন্যায়বিচার পেলে আইনের শাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ২১:৩২, ১৪ সেপ্টেম্বর ২০২০

ন্যায়বিচার পেলে আইনের শাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে ॥ আইনমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৩ সেপ্টেম্বর ॥ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ৮ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক ডিজিটাল মাধ্যমে ভবনের উদ্বোধন করেন। রবিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইনমন্ত্রী ডিজিটাল মাধ্যমে যুক্ত হয়ে আদালত ভবনের উদ্বোধন ঘোষণা করে বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন দেখে আমাদের উৎসাহিত হলে চলবে না, পাশাপাশি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত করা গেলে, মানুষ সঠিক বিচার পেলে আইনের প্রতি মানুষ উৎসাহিত হবে। একইসঙ্গে মামলার জট কমাতে হবে। এ ব্যাপারে বিচারক ও আইনজীবীদের সচেষ্ট হতে হবে। আইনমন্ত্রী বিচারক ও আইনজীবীদের উদ্দেশে বলেন, সঠিকভাবে বিচারকাজ পরিচালনার জন্য আইনজীবী ও বিচারকদের সক্রিয় থাকতে হবে। ন্যায়বিচার নিশ্চিত করতে পারলেই কেবল জনগণ বিচার ব্যবস্থার প্রতি আস্থা অর্জন করবে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মোঃ সেলিম মিয়া। সভায় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসনের এমপি মনজুর হোসেন। অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে অংশ নেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র দলীয় এমপি মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন ও আইন মন্ত্রণালয়ের সচিব মোঃ গোলাম সারওয়ার। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিএম নাজমুছ সাহদাত প্রমুখ। উল্লেখ্য, ফরিদপুর গণপূর্ত অধিদফতরে ব্যবস্থাপনায় ৫৪ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে ৮ তলা ভবনটি নির্মাণ করা হয়।
×