ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রাচ্যনাটের মাসব্যাপী ‘মহলা মগন’

প্রকাশিত: ০০:০২, ১ সেপ্টেম্বর ২০২০

প্রাচ্যনাটের মাসব্যাপী ‘মহলা মগন’

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যবিধি মেনে প্রাচ্যনাট ৪ সেপ্টেম্বর থেকে আয়োজন করতে যাচ্ছে ‘মহলা মগন’ শীর্ষক উঠান নাটকের মেলা ২০২০। ‘অবসাদ বিরুদ্ধে ¯্র্েরাত’ স্লোগান নিয়ে মাসব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে কাঁটাবনের প্রাচ্যনাট মহড়া কক্ষে। আয়োজনটিতে প্রতি প্রদর্শনীতে ২০ দর্শক নাটক দেখার সুযোগ পাবে। টিকেট মূল্য দুই শ’ টাকা। অনুষ্ঠান সূচীতে ৪ সেপ্টেম্বর ও ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় প্রদর্শনী হবে এডওয়ার্ড এ্যালবীর রচনায় ও আশফাকুল আশেকীনের অনুবাদে দ্য জু স্টোরি। নির্দেশনায় কাজী তৌফিকুল ইসলাম ইমন। ১১ ও ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় হবে ‘দ্য ডাম্ব ওয়েটার’। রচনায় হ্যারল্ড পিন্টার ও অনুবাদে রবিউল আলম এবং নির্দেশনায় মোঃ শওকত হোসেন সজিব। ১৮ ও ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় হবে ‘হানড্রেড বাই হানড্রেড’। রচনা ও নির্দেশনায় সাইফুল জার্নাল। ২৫ ও ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় দেখা যাবে ‘কর্নেল কে কেউ চিঠি লেখে না’। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের উপন্যাস অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন মোঃ শওকত হোসেন সজিব এবং নির্দেশনায় কাজী তৌফিকুল ইসলাম ইমন। সবশেষে ২ ও ৩ অক্টোবর সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে গ্যোটের শ্রুতিনাট্য ‘ফাউস্ট’ অবলম্বনে ‘ফাউস্ট অথবা অন্য কেউ’। তত্ত্বাবধানে তানজি কুন।
×